লোকসভা ভোটের মধ্যের রাজ্যের এক জেলার পুলিশ সুপারসহ ৪ পুলিশ আধি♌কারিককে বদলি করল জাতীয় নির্বাচন কমিশন। রবিবার এক বিজ্ঞপ্তিতে তাদের বদলির নির্দেশ পাঠিয়েছে কমিশন। এদের মধ্যে রয়েছেন পুরুল্যার পুলিশ কমিশনার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এছাড়া রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ৩ পুলিশ আধিকারিক। যাদের বিরুদ্ধে ইতিমধ্যে পক্ষপাত🧸িত্বের অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা।
আরও পড়ুন: ‘পিসি-ভাইপোকে ছাড়ব না…হারিয়ে দেখাব,’ জেল থেকে বেরিয়েই বিস্ফোরক সন্দে🌠শ💫খালির মাম্পি
পড়তে থাকুন: ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP𒀰 কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA
এদিন পুরুল্যার পুলিশ সুপার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কাঁথির SDPO দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক ও পটাশপুর থানার ওসি রাজা কুণ্ডুকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এদের নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত🅰 নয় এমন পদে বদলি করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কমিশন। নতুন আধিকারিক নিয়োগের জন্য সোমবার সকাল ১০টার মধ্যে প্রতিটি পদের জন্য ৩ – ৪ জন আধিকারিকের তালিকা পাঠাতে বলেছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর।
পুরুল্যার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেඣ পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। এমনকী ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে তাঁর হাত রয়েছে বলে দাবি কংগ্রেস নেতা নেপাল মাহাতো। ওই ঘটনার সাক্ষীদের হুমকি দেওয়া🤪র অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। এছাড়া পুরুল্যায় বিরোধীদের ওপর হামলার বিভিন্ন ঘটনায় অভিজিৎবাবুর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা।
আরও পড়ুন: ‘জ্ঞানেশ্𒁏ব🔯রীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতাকে নিশানা শুভেন্দুর
ভূপতিনগর থানার আইসি গোপাল পাঠকের বিরুদ্ধেও অভিযোগ গুরুতর। চলতি মাসেই ময়না থানা এলাকায় পানের বরোজ থেকে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, এলাকাটি ময়না থানার অন্তর্ভুক্ত হলেও দেহ উদ্ধার করেন ভূপতিনগর থানার আইসি পাঠꦡকবাবু। এর পরই তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ করা উচিত বলে মন্তব্য করেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।