একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছিল বিজেপি নেতা গঙ্গাধর কয়াল অনেক কথা বলছেন। আর সেই ভিডিয়োতে যে কথা শোনা গিয়েছিল তা শুনে গেরুয়া শিবিরের রাতের ঘুম কার্যত উড়ে যায়। তবে গঙ্গাধর কয়াল প্রথম থেকেই দাবি করছিলেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে এসব করা হয়েছে। পুরো তৃণমূলের ষড়যন্ত্র। এবার সেই ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে হাইকোর্টের দ্বারস্থ হলেন গঙ্গাধর। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। এদিকে গঙ্গাধর ও তাঁর ছেলে জ্যোতির্ময় কয়ালের দাবি, এই ভিডিয়োর মাধ্য়মে তাদের প্রাণনাশের আশঙ্কা দেখা দিয়েছে। তার জেরে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন বাবা ও ছেলে। গঙ্গাধর কয়াল আপাতত কেন্দ্রীয় নিরাপত্তা চাইছেন। তিনি বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা করেছেন। তবে বিচারপতি সেনগুপ্ত উল্লেখ করেছেন, সন্দেশখালির সব মামলা এখন ডিভিশন বেঞ্চে বিচারাধীন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। সোমবার সেই মামলার শুনানি হবে। কী আছে সেই ভিডিয়োতে?ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে একটা চেয়ারে বসে রয়েছেন তিনি ( গঙ্গাধর কয়াল)। বোঝা যাচ্ছে গোপন ক্য়ামেরায় ছবি তোলা হচ্ছে। যেভাবে নারদের স্টিং অপারেশন হয়েছিল অনেকটা তেমন ভাবে। প্রশ্নঃ শুভেন্দুদা তাঁর লোকদের দিয়ে টাকা পাঠালেন মোবাইল পাঠালেন। সব রকমের সহায়তা করছেন। খালি হাতে তো কিছু হয় না?গঙ্গাধরঃ না খালি হাতে কিছু হবে না।প্রশ্নঃ দাদা তুমি জানো তোমরা কী লেভেলের কাজ করেছ! রেপ হয় নাই। তাকে রেপ বলে চালিয়েছ।…গঙ্গাধরঃ শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি। উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে তাবড়় তাবড় লোকেদের গ্রেফতার করা যাবে না। আমরাও এখানে দাঁড়াতে পারব না।শুভঙ্কর গিরি ছেলেটা ভালো ছিল। কিন্তু টাকার গোলমালের জন্য ও পরে হঠে গেল। ওই সবার ব্রেনওয়াশ করেছিল।প্রশ্নঃ গোটা বিষয়টা শুভেন্দুদা নিয়ন্ত্রণ করত?গঙ্গাধরঃ হ্যাঁ উনি সব নিয়ন্ত্রণ করতেন। ওঁর পিএ একবার এসেছিলেন। পীযুষ না কী যেন নাম। এখানে তো খুব একটা আসত না। শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়াত। …প্রশ্নঃ শুভঙ্কর গিরি কে? ও তো এখানকার বিজেপির কনভেনর? ওই ব্রেনওয়াশ করত?গঙ্গাধরঃ ও আমাকে দিয়ে বলাত এটা করতে হবে। ওটা করতে হবে। ধর্ষণের অভিযোগ কীভাবে কোথায় করতে হবে, আমাকে বলে দিত। আমি সেই মতো কাজ করতাম।প্রশ্নঃ মহিলারা রাজি হলেন কীভাবে মিথ্যে অভিযোগ লেখাতে কে রাজি করাল? ….গঙ্গাধরঃ না বলেনি কেউ। আমরা যা বলেছি। ওরা শুনেছে। ওদের বলেছিলাম, যদি আপনারা অভিযোগ না লেখান তা হলে আপনাদের এই আন্দোলন সফল হবে না।প্রশ্নঃ আপনারা যেভাবে মহিলাদের ম্যানেজ করেছেন দেখুন দাদা এখন আপনার সঙ্গে আমাদের আড়াল করার কিছু নেই।গঙ্গাধরঃ এখন তো আড়াল আবডাল কিছু নেই। তাও তো ওরা হলে যে অ্যামাউন্ট আপনাদের বলত, আমি কি তা বলেছি! আমি বেশি বলিনি। আমার প্রয়োজন হলে আপনাদের বলব।প্রশ্নঃ মেয়েরা কি জবানবন্দি দিয়েছিল? কজন দিয়েছিল? রেখা ছাড়া আর কে দিয়েছিল? আপনার কাছে লিস্ট আছে?গঙ্গাধরঃ আছে সব লিস্ট। রেখা ছাড়াও অনেকে জবানবন্দি দিয়েছে।