কেরলের তিরুঅনন্তপুরমে পর পর লোকসভা ভোটে হ্যাট্রিক করে ফেলেছেন জয়ের। এবার চতুর্থবার তিরুঅনন্তপুরমে🐲 জয়ের জন্য মুখিয়ে রয়েছেন শশী থারুর। সদ্য তিনি পেশ করেছেন তাঁর মনোনয়ন। সেখান নির্বাচনী হলফনামায় থেকেই উঠে এসেছে কংগ্রেসের হেভিওয়েট শশী থারুর♊ের সম্পত্তির পরিমাণ। সেখানে উঠে এসেছে কেরলের এই সাংসদের সম্পত্তিতে কতটা সোনা রয়েছে, কয়টি মিউচুয়াল ফান্ড রয়েছে, তার সমস্ত তথ্য।
শশী থারুরের সম্পত্তির পরিমাণ
কেরলের 🐭সাংসদ শশী থারুরের আয় ২০২২-২৩ এ হয়েছে ৪.৩২ কোটি টাকা। নির্বাচনী হলফনামায় একথা জানিয়েছেন তিরুঅনন্তপুরমের সাংসদ নিজে। তাঁর স্থাবর সম্পত্তির পরিামণ ৪৯ কোটি। ২০১৯ সালে তাঁর মোট সম্পক্তির পরিামণ ছিল ৩৬ কোটি টাকা। ২০১৪ সালে সম্পত্তির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা। বর্তমানে মোট সম্পত্তি ৫৫ কোটির উপরে।বর্তমানে, রয়েছে ১৯ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বিভিন্ন বন্ড, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চারে বিনিয়োগ রয়েছে কেরলের তিরুঅনন্তপুরমের সাংসদের। ফলে ১০ বছরে সাংসদের সম্পত্তির মূল্𝐆য বেড়েছে দ্বিগুণের বেশি।
এছাড়াও নির্বাচনী হলফনামায় শশী থারুর জানিয়েছেন, ৫৩৪ গ্রাম সোনা রয়েছে তাঁর সম্পত্তির মধ্যে। যার মূল্য ৩২ লাখ টাকা। তাঁর কাছে নগদে রয়েছে ৩৬ হাজা🍒র টাকা। শশী থারুরের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬.৭৫ কোটি টাকা। এই অস্থাবর সম🐬্পত্তির পরিমাণের মধ্যে রয়েছে পালাক্কড়ে চাষ জমি। ২.৫৬ কোটির চাষের জমি রয়েছে শশীর নামে। যার মূল্য বর্তমানে ১.৫৬ লাখ টাকা। শশী থারুর জানিয়েছেন, কেরলে তাঁর বাসভবনের দাম ৫২ লাখ টাকা। এছাড়াও তাঁর নামে ১০.৪৭ কোটি একরের জমি রয়েছে। যার দাম ৬.২০ কোটি টাকা।
শশী থারুরের বিরুদ্ধে এবার বিজেপি তিরুঅনন্তপুরমে প্রার্থী হিসাবে 🌌রেখেছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে। এই হেভিওয়েট যুদ্ধে পুরোদমে প্রচারে আপাতত ব্যস্ত কংগ্রেসের এই সাংসদ। দুটি গাড়ির মালিক শশী থারুরের শিক্ষাগত যোগ্য়তার ডিগ্রিগুলিও বেশ নজরকাড়া।
শিক্ষা সংক্রান্ত ডিগ্রি
মারুটি সিয়াজ ও মারুতি এক্সেল৬ গাড়ির মালিক শশী থারুরের বিশ্বের তাবড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে রয়েছে পর পর ডিগ্রির সার্টিফিকেট। আইন ও কূটনীতি বিষয়ে তিনি আমেরকার ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লেমেসিতে পিএইচডি করেছেন। আমেরিকার পুগেট সাউন্ড বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বি💦ষয়ে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লেটার্স। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোট ৯ টি মামলায় তিনি অভিযুক্ত। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর বিরুদ্ধে অবৈধ জমায়েতের মামলা রয়েছে।