ইভিএমে ‘জনতার গর্জন’ 🐟শুনতে 'জনগর্জন' সভা থেকে লোকসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার কলকাতার কোনও মেগা সভা থেকে সম্পূর্ণ প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। সেই ঘোষণটা করে দেওয়া হল আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার আগেই। আর সেই প্রার্থীতালিকায় একাধিক চমক থাকল। সবথেকে বড় চমক অবশ্যই ইউসুফ পাঠান। তাঁকে বহরমপুর থেকে দাঁ💙ড় করানো হয়েছে। তাছাড়া রচনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যদের প্রার্থী করেছে তৃণমূল। তবে বাদ পড়েছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহানরা।
২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা
১) কোচবিহার (তফসিলি জাতি): জগদীশচন্দ্র বাসুনিয়া।
২) আলিপুরদুয়ার (তফসিল🧔ি উপজাতি): প্রকাশচিক বরাইক।
৩) জলপাইগুড়ি (তফসিলি জাতি): নির্মলচন্দ্র রায়।
৪) দার্জিলিং: গোপাল লামা।
৫) রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী।
৬) বালুরঘাট: বিপ্লব মিত্র।
৭) মালদা উত্তর: প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপা🔯ধ্যায়।
৮) মালদা দক্ষিণ: শাহনওয়াজ আলি রায়হান।
৯) জঙ্গিপুর: খলিলুর রহমান।
১০) বহরমপুর: ইউসুফ পাঠান।
১১) মুর্শিদাবাদ: আবু তাহের খান।
১২) কৃষ্ণনগর: মহুয়া মৈত্র।
১৩) রানাঘাট (তফসিলি জাতি): মুকুটমণি অধিকারী।
১৪) বনগাঁ (তফসিলি জাতি): বিশ্বজিৎ দাস।
১৫) ব্যারাকপুর: পার্থ ভৌমিক।
১৬) দমদম: সৌগত রায়।
১৭) বারাসত: কাকলি ঘোষ দস্তিদার।
১৮) বসিরহাট: হাজি নুরুল ইসলাম।
১৯) জয়নগর (তফসিলি জাতি): প্রতিমা মণ্ডল।