পশ্চিমবঙ্গে⭕ দাঁড়িয়ে প্রথমবার ওবিসি সংরক্ষণ খারিজ করে কলকাতা হাইকোর্টের দেওয়া রায় নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে ভোটপ্রচারে অশোকনগরের হরিপুরে এসে তিনি বলেন, আদালতের রায়ে স্পষ্ট হয়ে গিয়েছে বাংলার ওবিসি যুবাদের সঙ্গে প্রতারণা করেছে, তাদের আইনসিদ্ধ অধিকার লুঠ করেছে তৃণমূল।
আরও পড়ুন: ♊এবার রাজপথে ‘মꦅৃত্যুঘণ্টা’ বাজালেন মমতা, নেপথ্যে সেই পরেশ পাল, BJP-র প্রশ্ন কার?
পড়তে থাকুন: সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ৮ ꩵসপ্তাহ সময় দিল হাইকোর্ট
এদিন মোদী বলেন, ‘তৃণমূল ও ইন্ডি জোটের আপনার উন্নয়নের সঙ্গে💎 কোনও সম্পর্ক নেই। এদের অগ্রাধিকার হল নিজেদের ভোটব্যাঙ্কের তোষণ। দেশের সংবিধান, সংবিধান.... স্বৈরাচার স্বৈরাচার.... বলে দিন রাত চিৎকার করে যে দল, তা💫রা পশ্চিমবঙ্গে এসে দেখো। বাকরুদ্ধ হয়ে যাবেন। বাংলায় তৃণমূল ওবিসিদের সঙ্গে যে প্রতারণা করেছে আদালত তার পর্দাফাঁস করে দিয়েছে। কলকাতা হাইকোর্ট বলেছে, ৭৭ মুসলিম জাতিকে ওবিসি ঘোষণা করা অসাংবিধানিক। তার মানে তৃণমূল ভোট জিহাদকারীদের সাহায্য করতে রাতারাতি লাখো ওবিসি যুবার সংবিধানসিদ্ধ অধিকার লুঠ করেছে।’
এর পরই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন🐻, ‘আপনারা দেখতে পাচ্ছেন আদালতের এই নির্দেশের এই তৃণমূলের মুখ্যমন্ত্রী কী কী বলছেন! ওনার কী হাবভাব! আমি তো অবাক। এখানকার বিচারপতিদের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিচারব্যবস্থার ওপর প্রশ্ন তোলা হচ্ছে। আমি তৃণমূলের কাছে জানতে চাই, এবার কি বিচারপতিদের পিছনেও গুন্ডা লেলিয়ে দেবে? গোটা দেশ দেখছে, কী করে তৃণমূল বাংলায় বিচারব্যবস্থার গলা টিপে ধরেছে।’
আরও পড়ুন: শাহജজাহানের বিরুদ্ধে আজ চার্জশিট জমা পড়ল আদালতে, দুর্নীতির অভিয🤡োগ ইডির
বলে রাখি, গত সোমবার রাজ্যে ২০১০ সালের পর থেকে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এর জেরে প্রায় ৫ লক্ষ OBC শংসাপত্র বাতিল হয়েছে বলে﷽ মনে করা হচ্ছে꧙। আদালত জানিয়েছে, সংবিধানের সঙ্গে প্রতারণা করে OBC ভুক্তি জাতির তালিকা তৈরি করা হয়েছে।