বাংলায় ভোট প্রচারে এসে আবারও ইমাম ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অমিত শাহ। মুসলিম তোষণের অভিযোগ তুলে জনগণের টাকা থেকে ইমামদের ভাতা দেওয়া কতটা যুক্তিযুক্ত তাই নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, বাংলা থেকে ৩০টি আসন পেলেই তৃণমূল কংগ্রে♑স ভেঙে যাবে।
আরও পড়ুন: মমতা যত অত্যাচার করবে শুভেন্দুকে তত বড় নেতা বানাবে 𝓀বিজেপি, ঘোষণা অমিত শাহের
বুধবার রাজ্যে ভোট প্রচারে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুরুলিয়ার একটি জনসভায় বক্তৃতা রাখার সময় ইমাম ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করেছেন অমিত শাহ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপ😼াধ্যায় ইমামদের ভাতা দিচ্ছেন।’ তাঁর প্রশ্ন, ‘এভাবে দরিদ্র মানুষের অর্থ থেকে কি ইমামদের ভাতা দেওয়া যায়?’ এরপরে তিনি বলেন, ‘আমাকে বাংলা থেকে ৩০টি আসন দিন আমি এই সমস্ত তোষণ বন্ধ করব।’ উল্লেখ্য, এর আগেও ইমাম ভাতা নিয়ে বাংলায় ভোট প্রচারে এসে মমতাকে আক্রমণ করেছিলেন অমিত শাহ।
এদিন তোষণের পাশাপাশি রাম মন্দিরের প্রসঙ্গ তুলে ভোট ব্যাঙ্ক নিয়েও মমতাকে তোপ দাগেন অমিত শাহ। কাঁথির সভা থেকে শাহ বলেন, ‘বহু বছরের লড়াইয়ের পর রামমন্দির তৈরি হয়েছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সমককে আমন্ত্রণ করা হয়েছিল। মমতা দিদিকেও আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু তিনি যাননি।’ না যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাহ ভোট ব্যাঙ্ক নিয়ে মমতাকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘মমতাদি ভোটব্যাঙ্ককে ভয় পান। আর ওঁর ভোট ব্যাঙ্ক কারা তা সকলেই জানে?’ অমিত শাহের দাবি, অনুপ্রবেশকারীরাই 🌠হল ওঁর ভোট ব্যাঙ্ক হলেন অনুপ্রবেশকারীরা।
এদিন সিএএ নিয়ে তিনি বলেন, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। কেউ আটকাতে পারবে না। অমিত শাহ দাবি করেছেন, রাজ্যে বিজেপি ৩০ টি আসন পাওয়ার পর তৃণমূল ভেঙে যাবে। তিনি বলেন, ‘পাঁচ দফার ভোট ইতিমধ্যেই ৩১০ আসন পেয়ে গিয়েছেন মোদীজি। এ রাজ্যেও এবার অন্তত পক্ষে ৩০ আসন পেতে চলেছেন মোদীজি। আর বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল ভেঙে হয়ে যাবে। মমতা দিদির সরকার বিদায় নেবে।’ প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি রাজ্যের পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত অঞ্চল যেমꦕন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের সমস্ত আসনে জিতেছিল। সেবার ১৮টি আসন পেয়েছিল বিজেপি।