কোথাও ভোটার তালিকায় মুসলিমদের নাম না থাকার অভিযোগ, আবার কোথায় বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা এবং বুথ দখলের অভিযোগ। লোকসভা নির্বাচনের প্রথম দফাতে উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে একাধিক তোপ দাগল বিরোধী সমাজবাদী পার্টি। আজ কাইরানা লোকসভা আসনের সমাজবাদী পার্টির প্রার্থী ইকরা হাসান অভিযোগ করলেন, বিভিন্ন বুথে ইভিএম বিভ্রাট দেখা দিয়েছে। এর জেরে ভোটদানের প্রথম কয়েক ঘণ্টা ভোটদান প্রক্রিয়া চালানো যায়নি। এদিকে তাঁর আরও অভিযোগ, বোরখা পরিহিত মহিলাদের বুথে হয়রানি করা হয়েছে। (আরও পড়ুন: মণিপুর🐎ে ৫ বুথে বন্ধ হল ভোট, নাগাল্যান্ডে ভোট বয়কট ৬ জেলায়)
আরও পড়ুন: কলক꧑াতায় ফোন করে থেকে কোচবিহার নিয়ে রিপোর্ট চাইল EC
আরও পড়ুন: গরমের ছুটিতেও স্কജুলে হাজির থাকতে হবে সরকারি স্কুলের ꧒শিক্ষকদের, জারি নির্দেশিকা
বিজেপি প্রার্থী সঞ্জীব বালিয়☂ানের গ্রাম কুতবা-কুটবিতে বুথ দখলের অভিযোগ করলেন মুজাফফরনগরে সমাজবাদী পার্টির প্রার্থী হরেন্দ্র মালিক। এই আবহে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করেছেন൲ সমাজবাদী পার্টির প্রার্থী। বিজেপি প্রার্থীর গ্রামের সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলেন সপা নেতা। এদিকে এই কুতবা-কুটবিতে থেকেই ধরে পড়ে এক 'ভুয়ো ভোটার'। মুজাফফরনগরে সমাজবাদী পার্টির প্রার্থী নিজে সেই ভুয়ো ভোটারকে ধরেন বলে দাবি করেন।
আরও পড়ুন: মুখ্যജমন্ত্র🦄ীর ঘোষণাতেও বাড়বে না ডিএ? গুরুতর অভিযোগ রাজ্য সরকারের সচিবের নামে
অপরদিকে রামপুর লোকসভা কেন্দ্রের ১২৯, ১৩০ এবং ১৩১ নম্বর বুথে অনেক মুসলিম ভোটারের নাম তালিকায় নেই বলে অভিযোগ সমাজবাদী পার্টির। মুজফফরনগরেও অনেক বুথে মুসলিম ভোটারদের নাম তালিকা থেকে কাটা পড়েছে বলে অভিযোগ সমাজবাদী পার্টির। এই আবহে নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেথে সমাজবাদী পার্টি। এদিকে রামপুর এবং মুজফফরনগর লোকসভা কেন্দ্রের অনেক ইভিএম খারাপ হওয়🐟ার অভিযোগ ওঠে আজ। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সমাজবাদী পার্টি। দাবি করা হয়, ইভিএম খাাপ থাকায় ভোটদান প্রক্রিয়া বন্ধ রয়েছে বেশ কিছুক্ষণ ধরে। এই আবহে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই সংক্রান্ত অভিযোগও দায়ের করেছে অখিলেশ যাদবের দল। এর আগে উত্তরপ্রদেশের নাগিনা লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। তাঁর দাবি, বিজেপি সাধারণ মানুষকে তাঁর পক্ষে ভোট দিতে দিচ্ছে না। তাঁর আরও গুরুতর অভিযোগ, ১০টি ইভিএম খারাপ হয়েছে গোটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে। বুথের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরাও কাজ করছে না বলে অভিযোগ তাঁর।