আজ নির্বাচনের পঞ্চম দফায় বাংলার ৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ হল - হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, ব্যারাকপুর এবং বনগাঁয়। এই আসনগু🐼লির বেশিরভাগেই তৃণমূল-বিজেপি কড়া টক্করের সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে বনগাঁ, হুগলির মতো আসনে বিশেষ নজর থাকবে। সিএএ কার্যকর হওয়ার পর বনগাঁয় মতুয়ারা ঠাকুর বাড়ির ছেলে শান্তনুকে বেছে নেয় কি না, সেদিকে থাকবে নজর। অপরদিকে হুগলি আসনে লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায়ের তারকার লড়াই। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় বাংলায় ভোটগ্রহণের যাবতীয় আপডেট জানতে জানুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
বিকেল ৫ টা পর্যন্ত কত ভোট পড়েছে?
বনগাঁ লোকসভা কেন্দ্র - ৭৫.৭৩ শতাং♈শ, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র - ৬৮.৮৪ শতাংশ, হাওড়া লোকসভা কেন্দ্র- ৬৮.৮৪ শতাংশ, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র - ৭৪.৫০ শতাংশ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র - ৭১.১৮ শতাংশ, হুগলি লোকসভা কেন্দ্র - ৭৪.১৭ শতাংশ, আরামবাগ লোকসভা কেন্দ্র - ৭৬.৯০ শতাংশ। মোট ভোট পড়েছে - ৭৩ শতাংশ। সবথেকে বেশি ভোট প🅰ড়েছে - আরামবাগ লোকসভা কেন্দ্র - ৭৬.৯০ শতাংশ।
'জয় শ্রীরাম' এবং ‘জয় বাংলা'-র লড়াই
তৃণমূল প্রার্থীকে দেখে 'জয় শ্রীরাম' ধ্বনি, পাল্টা স্লোগান 'জয় বাংলা'-র, প্রার্থীর সঙ্গে বচসা, তীব্র উত্তেজনা গোঘাটের সাতবাড়িয়া এলাকায়। সূত্রের খবর আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসꦉ পার্থী মিতালী বাগ ভোট প্রক্রিয়া দেখতে বুথে-বুথে যাচ্ছিলেন, তখনই বিজেপি তরফ থেকে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। পালটা জ🌃য় বাংলা স্লোগান তোলা হয়।
আমডাঙায় হুমকি
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভার বোদাই সরদারপাড়া এলাকার ১৩০ নম্বর বুথে সাধারণ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল বিরুদ্ধে। ঘটনায় বারাসত পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ও কিউআরটি টিম । অভিযোগ, ভোট❀ দিতে গেলে তাদেরকে রাতের বেলা বোমা মেরেಌ উড়িয়ে দেওয়া হবে, হাত কেটে নেওয়া হবে, এরকমটাই হুমকি দেওয়া হচ্ছে। যে কারণে গ্রামের মহিলা থেকে পুরুষ কেউই ভোট দিতে যেতে পারছেন না ভোট কেন্দ্রে। এমনই অভিযোগ উঠেছে।
আমডাঙায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভার বোদাই সরদারপাড়া এলাকার ১৩০ নম্বর 🌱বুথে সাধারণ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল বিরুদ্ধে। ঘটনায় বারাসাত পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ও কিউআরটি টিম ।
চন্দননগরে ছাপ্পার অভিযোগ, লকেটকে দেখানো হল জুতো
চন্দননগর বিধানসভা অন্তর্গত ১৭৮ নম্বর বুথে ছাপ্পার অভিযোগ উঠতেই ঘটনাস্থলে পৌঁছলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানে෴ গিয়ে তিনি বুথে রাজ্য পুলিশকে দেখে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় আবার কিছু তৃণমূল সমর্থক লকেটকে দেখে জয় বাংলা স্লোগান দেয়। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। স্লোগান পাল্টা স্লোগানের পর বিজেপি প্রার্থীকে জুতো দেখানো হয়। এবং কালোও পতাকা দেখানো হয়। বিজেপি ও🀅 তৃণমূলের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। লকেট চ্যাটার্জীর নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যায়।
তৃণমূলের মহিলা কাউন্সিলরকে হেনস্থার অভিযোগ CRPF-এর বিরুদ্ধে
নদিয়﷽ার কল্যাণীতেও মহিলাকে হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, কল্যাণীর কাউন্সিল𓂃র নিবেদিতা বসুকে হেনস্থা করেছে এক সিআরপিএফ জওয়ান।
ঝড়বৃষ্টির মধ্যেও বাংলার ৭ কেন্দ্রে কত ভোট পড়েছে?
পঞ্চম দফায় বাংলার ৭টি লোকসভা কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ৬২.৭২ শতাংশ ভোট পড়েছে। বনগাঁ লোকসভা কেন্দ🤪্রে ৬১.৮৩ শতাংশ, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ৫৫.৩৪ শতাংশ, হাওড়া লোকসভা কেন্দ্রে ৫৮.৮১ শতাংশ, উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে ৬৬.৪৫ শতাংশ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ৬৩.০৫ শতাংশ, হুগলি লোকসভা কেন্দ্রে ৬৫.০১ শতাংশ, আরামবাগ লোকসভা কেন্দ্রে ৬৭.১২ শতাংশ ভোট পড়েছে।
ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়
মধ্য হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়া সত্ত্বেও আজ ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভা🍬ই বাবুন বন্দ্যোপাধ্যায়। সোমবার ভো🌸ট দিতে গিয়ে তিনি দেখেন ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাঁর নাম। এই নিয়ে কমিশনে অভিযোগ জানানোর কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
টিটাগড়ে মারমুখী পুলিশ
টিটাগড় পৌরসভার ১৫ ▨নম্বর ওয়ার্ড অর্জুন সিংকে ঘিরে ফেলে ‘গো ব্যাক’ স্লোগান। সেখানে জমায়েত সরাতে লাঠিচার্জ করে পুলিশ।
আরামবাগে লাঠিচার্জ CRPF-এর
আরামবাগ লোকসভার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের পিয়ারডাঙ্গা ১১৯ নম্বর বুথে উত্তেজনা ছড়াতেই ময়দানে নামল কেন্দ্রীয় বাহিনী। বুথের সামনে থেকে জমায়েত 🍎সরাতে সিআরপিএফ সেখানে লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।
বিদ্যাৎ সংযোগ বিচ্ছিন্ন, হরিণঘাটায় অন্ধকার ভোটকেন্দ্রে
বজ্রপাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন দেউলী অঞ্চলের নারকেলডাঙ্গা গ্রামে। এপর জেরে ভোটদানে অসুবিধা ভোটারদের। বনগাঁ লোকসভা কেন্দ্রের হরিণঘাটা বিধানসভ💦ার অন্তর্গত চাকদা ব্লকে দেউলী গ্রাম পঞ্চায়েতে নারকেলডাঙ্গা ৪৭ নম্বর বুথে বিদ্🥀যুৎ না থাকার জন্য ভোট দিতে অসুবিধায় পড়ছেন বহু ভোটার। ভোটারদের অভিযোগ, অন্ধকারের কারণে প্রতীক বুঝে উঠতে পারছেন না তারা।
নৈহাটিতে ভোটারদ এবং বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ
নৈহাটি পুরসভা🤪র ১৪ নম্💜বর ওয়ার্ডের গৌরীপুর মিল কোয়ার্টার এলাকায় বিজেপি কর্মী রাজেশ সাউকে পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী উমেশ সাউ ওরফে কাউয়ের বিরুদ্ধে। এদিকে এই খবর পেয়ে বেলা ১টা ২০ মিনিট নাগাদ সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তাঁর অভিযোগ, কাউ নামে সেই দুষ্কৃতী পিস্তল উঁচিয়ে এলাকায় অনেককেই ভয় দেখাচ্ছে। তাঁর দাবি, প্রিসাইডিং অফিসার ও পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ভুল বোঝানোর চেষ্টা করছে।
টিটাগড়ে অর্জুনকে ঘিরে উত্তেজনা
টিটাগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী অর্জুন সিংক🏅ে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুথ জ্যামের ༺খবর পেয়ে সেখানে গিয়েছিলেন অর্জুন সিং। তাঁকে কালো পতাকা দেখানো হয়। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। অর্জুনের সমর্থনে জড়ো হন বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা চোর স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্ব থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে সরানোর চেষ্টা করে। পরে পদস্থ পুলিশ কর্তাদের নির্দেশে বিরাট বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রণক্ষেত্র হাওড়া
হাওড়ার উনসানি ষষ্ঠীতলা এলাকায় ধুন্ধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে। দুই গোষ্ঠীর মধ্যে সেখানে মারধরের ঘটনা ঘটে। এর জেরে বেশ কয়েকজন আহত হন। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের। জানা🎃 গিয়েছে, ঘটনার সূত্রপাত উনসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুরকে নিয়ে। সেই খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং র্যাফ আছে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে।
'বিজেপির বুথ এজেন্ট হিসেবে কাজ করছে বাহিনী'
বনগাঁ কামুদিনী গার্লস স্কুলে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে বাধা দেওয়ার অভিযোগ উঠল আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। এরপরই বিশ্বজিৎ দাস বনগাঁর এসপি অফিসে অভিযোগ জানান। এরপর তিনি মোবাইল জমা র▨েখে ভিতরে যান। পরে সংবাদ মাধ্যমের সা♉মনে নিজের ক্ষোভ উগরে দিয়ে বিশ্বজিৎ বলেন, বিজেপি লোক খুঁজে পাচ্ছে না। বুথে দাঁড় করানোর জন্য তাই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে। কেন্দ্রীয় বাহিনী বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে।
বনগাঁয় নিখোঁজ বিজেপির বুথ এজেন্ট
বনগাঁ লোকসভার চরকাঁচড়াপাড়া ১৩৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট প্রায় দুই ঘটনা ধরে ন𝐆িখোঁজ। তার সাথে ফোনেও যোগাযোগ করা যাচ্ছে। ফোন সুইচ অফ। তৃণমূলের কর্মীরা তাঁকে মারধর করে বুথ থেকে বের করে দিয়েছিল বলে অভিযোগ। এই খবর পেয়ে ওই বুথে যান বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। পাশাপাশি এই বুথেই তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের ছবি দেওয়া গেঞ্জি পরে বুথে বসেছিলেন তৃণমূলের এজেন্ট। তাঁকে হাতেনাতে ধরেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর।
গোঘাটে ‘জয় শ্রীরাম’ বনাম ‘জয় বাংলা’
আরামবাগ লোকসভার অধীনে গোঘাটের সাতবেড়িয়ায়⛦ তৃণমূল প্রার্থী মিতালিকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন বিজেপি কর্মীরা। এর পালটা ‘জয় বাংলা’ স্লোগান দেয় তৃণমূল। এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
পাঁচাল বাম প্রার্থীকে দেখে ‘জয় বাংলা’ স্লোগান
পাঁচলার একটি বুথে বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়কে দেখে 'জয় বাংলা' স্লোগান তুললেন তৃণমূল ক🅠র্মী-সমর্থকরা। সেই সময় গ্রামবাসীদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন বাম প্রার্থী। পরে সিআরপিএফ এসে ঝামেলা মেটানোর চেষ্টা করে।
আরামবাগে আক্রান্ত ৪ বিজেপি কর্মী
আরাম🦩বাগের মায়াপুর ১ পঞ্চায়েতের শুশনিপাড়ায় আক্রান্ত চারজন বিজেপি কর্মী। তাঁরা আপাতত আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
ব্যারাকপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার🌺্ডে উত্তেজনা ব্যারাকপুর মন্ডলপাড়া তে বিজেপি নেতা কৌস্তভ বাগ♏চিকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। হামলা প্রসঙ্গে কৌস্তভ দাবি করেন, তাঁর ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে।
কোথায় কত ভোট পড়েছে?
বাংলার ৭ লোকসভা কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত মোট ভোটের হার ৪৮.৪১ শতাংশ। বনগাঁ লোকসভা কেন্দ্র ভোটের হার ৪৪.১৫%, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ভোটের হার ৪২.৪৭%, হাওড়া লোকসভা কেন্দ্র ভোটের হার ৪🌃৪.৭১%, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ভোটের হার ৫২.৭৯%, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ভোটের হার ৪৭.৭৫%, হুগলি লোকসভা কেন্দ্র ভোটের হার ৫০.𓄧৫০%, আরামবাগ লোকসভা কেন্দ্র ভোটের হার ৫৫.৩৭ শতাংশ।
কত অভিযোগ জমা পড়েছে
দুপুর ১টা পর্যন্ত বাংলার সাত লোꦺকসভা কেন্দ্র মিলিয়ে মোট ১৩৯৯টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে সিপিএম - ১৪৮।
বাগদায় অসুস্থ প্রিসাইডিং অফিসার
বনগাঁ লোকসভা কেন্দ্রের বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের রামনগ🌜র ১০৭ নম্বর বুথে অসুস্থ হয়ে পড়লেন ভোটের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। পরে অসুস্থ প্রিসাইডিং অফিসারকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভরতি করানো হয়।
বৃষ্টির জেরে অন্ধকারে ডুবল ভোটকেন্দ্র
বৃষ্টির জেরে হুগলির বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই আবহে বিভিন্ন বুথ পরিদর্শনের সময় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘সবাই দেখে শুনে, ধীরে সুস্থে ভোট দেবেন। কারণ এখানে আলো দিচ্ছে না। পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে। ইভিএমের চারপাশটা ঢাকা। ভিতরটা অন্ধকার হয়ে আছে। তাই সবাইকে অন🀅ুরোধ, দেখে শুনে আস্তে আস্তে ভোট দেবেন। আলো দেওয়ার কথা বলা হয়েছে। তারপরেও আলো দেওয়া হচ্ছে না। অন্ধকার করে রেখে দেওয়া হয়েছে। ওর ভিতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। মানুষ পড়তে পারবে না, কার ন𝕴াম লেখা রয়েছে ইভিএমে! যাকেই ভোট দিক, দৃষ্টিতে তো আসতে হবে, কাকে সে ভোট দিচ্ছেন? বলার পরেও আলোর ব্যবস্থা করা হচ্ছে না।’
লিলুয়ায় বোমাবাজি, উত্তর হাওড়ায় বুথ জ্যামের অভিযোগ
লিলুয়ার বজরঙবলি মার্কেট সংলগ্ন বুথের বাইরে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ভোট দিতে আসা ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিশাল পুলিশ বাহিনী ও কেন🍸্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। এখনও থমথমে রয়েছে এলাকা। চলছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল। অন্যদিকে, উত্তর হাওড়া গোলমোহর এলাকাতেও উত্তেজনা ছড়িয়েছে। শাসকদলের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বুথ জ্যাম করার অভিযোগ উঠেছে সেখানে। খবর পেয়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে এসে তাড়া করে বহিরাগতদের সরিয়ে দেয়।
বৃষ্টির কারণে বুথে লোডশেডিং, সমস্যায় ভোটাররা
বাগদা হাই স্কুলেরಞ ৭১ ও ৭৩ নম্বর বুথে ঝড় বৃষ্টির কারণে প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে কারে💫ন্ট নেই। এর জেরে সমস্যায় পড়েছেন ভোট দিতে আসা মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তবে বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া অব্যহত আছে বলে জানা গিয়েছে।
মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহারের অভিযোগ রাজ্য পুলিশের বিরুদ্ধে
ব🎐নগাঁয় মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করার অভিযোগ রাজ্য পুলিশেরই এক কর্মীর বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা এই নিয়ে দলের প্রার্থী বিশ্বজিৎ দাসের কাছে অভিযোগ জানান।
তৃণমূল নেতাকে বাড়িতে গিয়ে ধমক পুলিশের
আমডাঙার পদ্মলাভপুর এফপি স্কুল ১০৭ নম্বর বুথে বুথ জ্যাম এবং বেআইনি জমায়েত সহ ঝামেলা হতেই হটিয়ে দিলেন কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম। পাশাপাশি সাধারণ ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে আবেদন কেন্দ্রীয় বাহিনীর। পরে সেখানে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে গিয়ে পুলিশকে বলতে শোনা যায়, 'ভদ্রভাবে বলে দিচ্ছি। চ্যাংড়ামি একদম চলবে না। ভোট শান্তিপূর্ণ হবে। আইসি সাহেব বলে গিয়েছেন আপনি শুনবেন সেটা। আপনি এখান থেকে ছেলেপꦬিলে ঢুকাচ্ছেন। ইশারা করছেন। ভদ্রভাবে বলেছি এলাকায় ঢুকতে দেব না।'
ঝড়ে তছনছ ভোটগ্রহণ কেন্দ্র
বনগাঁয় হঠাৎ ঝড়ে তছনছ ভোটগ্রহণ কেন্দ্র। আতঙ্কে বুথ ছাড়লেন ভোটাররা। পঞ্চম দফায় সকাল থেকেই নির্বিঘ্নে ভোট হচ্ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে। তবে হঠাৎই প্রবল জোরে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাগদার মশ্যমপুর ভোট💮 কেন্দ্রের আশেপাশের অস্থায়ী ছাউনি ও রাজনৈতিক দলের অস্থায়ী ক্যাম্পগুলি। ঝড়ের দাপটে ভোটকেন্দ্র ছেড়ে যে যার মত আশ্রয় নেন অন্যত্র। কিছু ভোটারর🐼া ভোটকেন্দ্রের মধ্যে আশ্রয় নেই। পাশাপাশি গাইঘাটার ঝাউডাঙ্গা পঞ্চায়েতের আংরায়েলের ২১৭ নম্বর বুথেও প্রবল ঝড়বৃষ্টির কারণে ভোট গ্রহণ বন্ধ হয়।
১১টা পর্যন্ত ৩২.৭০ শতাংশ ভোট বাংলায়
বেলা ১১ টা পর্যন্ত রাজ্যের সাতটি আসনের মোট ভোটের হার ৩২.৭০ শতাংশ। বনগাঁয় ভোট পড়েছে ৩১.৮১ শতাংশ, ব্যারাকপুরে ভোট পড়েছে ২৯.৯৯ শতাংশ, হাওড়ায় ৩০.৮৯ শতাংশ, উলুবেড়িয়ায় ৩৩.৯৮ শতাংশ, শ্রীরামপুরে ৩১.৭৪ শতাংশ, হুগলিতে ৩৩.৭৮ শতাংশ, আꦅরামবাগে ৩৬.২১শতাংশ।
কল্যাণকে বুথে ঢুকতে বাধা জওয়ানের
শ্রꦛীরামপুরের চাকুন্ডি হাইস্কুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বুথে প্রবেশে বাধা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের। এরপর কল্যাণ সেই জওয়ানকে জানান যে তিনি নিজেই প্রার্থী।
ভোটারদের গালি দেওয়ার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে
ব্যারাকপুরে ভোটারদের গালিগালাজ করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী অর𒊎্জুন সিংহের বিরুদ্ধে। তবে🧸 তৃণমূলের তোলা সেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী।
ডোমজুড়ে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, আটক দুই দলেরই বেশ কয়েকজন
শ্রীরামপ🌄ুর লোকসভার ডোমজুড়ে দেবী পাড়ায় বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরে দুই দলের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে চড়াও হয়। সেই সময় দুই দলেরই বেশ কয়েকজন সমর্থককে আটক করে পুলিশ।
১০৩৬টি অভিযোগ জমা পড়ল কমিশনে
সকাল ১১টা পর্যন্ত রাজ্যের সাত লোকসভা কেন্দ্রে মিলিয়ে মোট ১০৩৬টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। অর্থাৎ গত ২ ঘণ্টায় প্💞রায় ৬০০ অভিযোগ জমা পড়েছে।
উত্তর হাওড়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
উত্তর হাওড়ায় ১৪ নম্বর ওয়ার্ডে ২৩০ ও ২৩৩ নম্বর ওয়ার্ডে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বিজেপি দাবি করেছে, ভোট🐭ারদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের।
হুগলিতে বুথ থেকে বুথকর্মীকে সরিয়ে দিল বাহিনী
হুগলির মগরা উত্তম চন্দ্র হাই স্কুলের ২৮৭ এবং ২৮৮ নম🍨্বর বুথে এক বুথ কর্মীকে বুথ থেকে বার করে দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই যুবকꦯ অবশ্য কোন দলের, তা জানা যায়নি। জানা গিয়েছে, জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিল সেই বুথকর্মী।
ধনিয়াখালিতে ধরা পড়ল ভুয়ো পোলিং এজেন্ট
ধনিয়𓃲াখালি বিধানসভা অন্তর্গত দশঘরা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে বুথ নম্বর ১৮৩-তে একজন ভুয়ো পোলিং এজেন্ট ধরা পড়লেন হাতেনাতে। পরে অভিযুক্তকে বুথ থেকে বাইরে বের করে দেন বিজেপি 🅘প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।
ভোটার তালিকায় ‘মৃত’, ভোট না দিয়েই ফিরতে হল দম্পতিকে
মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ২৩০ নম্বর বুথে ভোট দিতে এসে স্বামী-স্ত্রী দুজনে ভোট দিতে পারলেন না। বুথে এসে তাঁ🌌রা জানতে পারেন, ভোটার লিস্ট অনুযায়ী তাঁরা দুজনেই ෴মৃত। অগত্যা জীবিত থাকা সত্ত্বেও ভোটার লিস্টে মৃত ব্যক্তি হওয়াতে ভোট না দিয়েই দম্পতিকে ফিরে আসতে হয়।
পুরশুড়া মিলল বোমা, আটর বিজেপি কর্মী
পুরশুড়ার ঘোল সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছ থেকে দুটি বোমা উদ্ধার হল বলে জানা গিয়🥂েছে। তৃণমূলের অভিযোগ, বহিরাগত বিজেপি কর্মী সমর্থকেরা এলাকায় অশান্তি পাকানোর জন্য বোমা নিয়ে এসেছিলেন। এই ঘটনায় এক বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ। আটক বিজেপি কর্মীর নাম সুরজিৎ পাত্র।
এবার জাঙ্গিপাড়ায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ জওয়ানের বিরুদ্ধে
এবার জাঙ্গিপাড়ায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তকে বেঁধে রেখে গ্রামবাসীরা ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। পুলিশ জানায়, রবিবার রাতে স্থানীয় এক হাইস্কুলে ভোটের ডিউটিতে ছিলেন ওই💛 জওয়ান। সেখানেই গ্রামের এক মহিলার সঙ্গে সেই জওয়ান অভব্য আচরণ করেন বলে অভিযোগ।
প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ
হাওড়ার লিলুয়াতে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ। এই আবহে অরূপ রায় বলেন, পুল🌜িশ আইন ম𓆉েনে ব্যবস্থা নেবে।
তৃণমূল ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তিন চড়া তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরꦐুদ্ধ💝ে। তৃণমূল দাবি করে, তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয় ও অফিস ভেঙ্গে ফেলা হয়েছে।
সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১৫.৩৫ শতাংশ
সকাল ৯ টা পর্যন্ত রাজ্যের সাতটি আসনের মোট ভোটের হার ১৫.৩৫ শতাংশ। বনগাঁয় ভোট পড়েছে ১৫.১৯ শতাং🅰শ, ব্যারাকপুরেꦍ ১৫.০৮ শতাংশ, হাওড়ায় ১৫.২০ শতাংশ, উলুবেড়িয়ায় ১৭.২৫ শতাংশ, শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ, হুগলিতে ১৪.০১ শতাংশ, আরামবাগে ১৬.৩৮ শতাংশ।
সকাল ৯টা পর্যন্ত অভিযোগের পাহাড়
সকাল ৯টায় অভিযোগের পাহাড় জমা পড়ল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরে। প্রথম দু'ঘণ্টায় মোট ৪৭১টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনে। এর মধ্যে তৃণমূল ৩০, বিজেপি ২২ এবং সিপিআইএম ২৫টি অভিযোগ জম🦹া দিয়েছে। এনজিআরএস-এর মাধ্যমꦛে ৩০০, সি ভিজিলের মাধ্যমে ৯৯, এবং সিএমএস-এর মাধ্যমে ৭২টি অভিযোগ জমা পড়েছে।
খানাকুলে বোমাবাজির অভিযোগ, রিপোর্ট তলব কমিশনের
আরামবাগ লোকসভার খানাকুল-২ নম্বর ব্লকে বোমাবাজির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ করেছিল বামে🐎রা। সেই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠাল নির্বাচন কমিশন।
আরামবাগে জখন দুই বিজেপি কর্মী
আরামবাগের ভাটার মোড়ে ১০১ এবং ১০২ নম্বর বুথে বহিরাগতদের প্রবেশের অভিযোগ। বিজেপির দাবি, বহিরাগতদের নিয়ে তাঁদের কর্মীদের মারধর করেন তৃণমূলকর্মীরা। এর জ💮েরে দু’জন আহত হয়েছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
মিতালি বাগ ভোট দিলেন
আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ ভোট দিলেন নিজের কেন্দ্রে। গত নির্বাচনে এই আসনে খুব সামান্য ভোটে জিতেছিল তৃণমূল। এই আবহে বিদায়ী সাংসদকে এ⛦বার আর টিকিট দেয়নি তৃণমূল। বদলে মিতালিকে টিকিট দেয় জোড়া ফুল শিবির।
ভোট দিলেন অর্জুন সিং
ভোট দিলেন ব্যারাকপুর🤪 লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভাটপাড়া সরস্বতী বালিকা বিদ্যালয়ে ১৪৪ নম্বর বুথে নিজের𒆙 ভোট দিলেন অর্জুন সিং।
বাম এজেন্টকে মারধরের অভিযোগ, বাম প্রার্থীর সঙ্গে বচসা তৃণমূল কর্মীর
হাওড়ার কাসুন্দিয়া মহাকাল☂ী বালিকা বিদ্যালয়ের ১৬১ নম্বর বুথে বাম প্রার্থীর এজেন্টকে বসতে না দেওয়🉐ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ওই বুথে আসেন বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে তৃণমূলের এজেন্টদের বচসা বাঁধে বুথের মধ্যেই। পরে বাম এজেন্টকে বুথের ভিতরে বসানো হয়েছে।
গয়েশপুরে বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ
বনগাঁ লোকসভা কল্যাণী বিধানসভার গয়েশপুর আনন্দ পল্লীতে বিজেপির বুথ এজেন্টকে মারধর করে বের করে দেও𒊎য়ার অভিযোগ।
কাঁচড়াপাড়ায় ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ
কাঁচড়াপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের ১৭৪, ১৭৫, ১৭৬ নম্বর বুথে ভোটারদে🅷র বাধা দেওয়ার অভিযোগ। অভিযো൩গ, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে শাসকদল।
১৪টা ভোট পড়ার পরই খারাপ হল ভোট মেশিন
পা♔ঁচলা ১৭৫ নম্বর বুথ দক্ষিণ বেলডুবি ফ্রি প্রাইমারি স্কুল ২৬৮ নম্বর বুথে ১৪টি ভোট পড়ার পর ভোটের মেশিন খারাপ হয়ে যায়। মেশিনে ডবল লাইট ব্🍸লিং করছে। তারপরে মেশিন অফ করে দেওয়া হয়। সকাল আটটার সময় তখন বুথের বাইরে লাইনে পুরুষ এবং মহিলারা দাঁড়িয়ে আছেন।
‘সব ঠিকঠাক…’, বললেন লকেট
ভোটের হাল হকিকত দেখতে বুথ পরিদর্শনে বেরিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘সবকিছু ঠিকঠাক চলছে... ২-৩টি জায়গায় হুমকি দেওয়া হয়েছে... কয়েকটি জায়গায় ইভিএম মেশিন কাজ করছে না। তবে তা ঠিক করার কাজ চলছে✅... আমি ধনিয়াখালিতে আছি এবং এখানে পরিস্থিতি ভালো... দুর্নীতির বিরুদ্ধে ভোট হচ্ছে... আমরা আশা করি ন🌃ির্বাচন কমিশন এখানে একটি অবাধ ও সুষ্ঠু ভোট করাবে।’
ভোট দিলেন হাওড়ার বাম প্রার্থী
হাওড়া আর্য বালিকা বিদ্ꦜযালয়ে ভোট দিলেন সিপিআইএ🔯ম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী।
ফুরফুরা শরিফে ভোট দিলেন নওশাদ
ভোট দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ফুরফুরা শরীফ হাইᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ মাদ্রাসায় ভোট দিলেন নওশাদ সিদ্দিকি।
ভোট দিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী
সকাল ৭ টা নাগাদ নিজের ভোট নিজে দিতে এলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। কাসুন্দিয়া মহাকালী বিদ্যালয়ে অন্যান্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রথীন। ♛ভোটারদের সঙ্গে সকালের শুভেচ্ছা বিনিময় করে🎀ন তিনি। সকাল ৭ টা থেকেই এই স্কুলের ৪ টি বুথেই ভোটারদের লাইন ছিল চোখে পড়ার মতো।
বিজেপি এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ আরামবাগে
আরামবাগে পুরশুড়ার বালিপুর মেলাত💫লা হাইস্কুলে ২৬১ নম্বর বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ওদিকে খানাকুলের বালিপুর ২৫৯ এবং ২৬০ নম্বর বুথেও বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
হাওড়ার কয়েকটি বুথে শুরু হয়নি ভোটগ্রহণ
হাওড়ার ১৬৪ নম্বর বুথে ৭টার দীর্ঘক্ষণ পরও ভোট শুরু হয়নি বলে অভিযোগ করলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। ২৩২ নম্বর বুথেও ইভিএম বিভ্রাটের কারণে ভোট শুরু হয়নি বলে জানা গিয়েছে꧟।
আরামবাগে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল নেতা
আরামবাগের মলয়পুর এক নম্বর এলাকার বালিয়া গ্রামের তৃণমূল নেতাকে মারধর꧅ের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত নেতার নাম শ্যামল রায়। শ্যামলকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় আরও দুজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
টিটাগড়ে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ব্যারাকপুর লোকসভা আসনের টিটাগড় ২১৫ নম🍸্বর বুথে ভুয়ো এজেন্ট বসানো নিয়ে উত্তেজনা। এখানে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পরে অভিযুক্ত 'ভুয়ো এজেন্টক⛄ে' বুথ থেকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।
আমডাঙায় বিজেপি এজেন্টদের বুথে ঢুকতে বাধা
ব্যারাকপুর লোকসভার অধীনে থাকা আমডাঙায় বিজেপি এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ অর্জুন সিংয়ের। এই আবহে পার্থ ভৌমিককে ‘খেলা বন্ধের’ হুঁশিয়ারি দিয়ে⭕ছেন বিজেপি প্রার্থী।
আরামবাগে আক্রান্ত পাঁচ বিজেপি কর্মী
আরামবাগে খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় বিজেপি উপপ্রধ𒐪ান-সহ♛ ৫ বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
আক্রান্ত বিজেপি নেতার ভাইপো
আমতায় বিজেপির বুথ সভাপতির ভাইপোকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি রবিবার রাতে ঘটে⭕ছে বলে দাবি করা হচ্ছে। উলুবেড়িয়া লোকসভা কেন্দ্ꦓরের আমতা বিধানসভার ২২৩ নম্বর বুথ সভাপতি অভিযোগ করেন, তাঁর ভাইপোর উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ভোটের আগের রাতে।
সকাল সকাল ভোট ময়দানে লকেট
সকাল সকাল ময়দানে নেমে পড়েছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট 🌟চট্টোপাধ্যায়। ভোট প্রস্তুতি নিয়ে সংবাদমাধ্যমকে বিজেপি নেত্রী বলেন, ‘নির্বাচন কমিশন প্রস্তুত, আমরাও প্রস্তুত। আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্নীতি। এখানে কে অভিজ্ঞ, কে অনভিজ্ঞ, ꦦকে সিনেমা করে, কে কী করে তা বিষয় নয়। মানুষের সেবা করার জন্য যা যা করার করে গিয়েছি। আমাদের পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে সেভাবেই পালটা প্রতিক্রিয়া আসবে।’
ভোট শুরুর আগেই উত্তপ্ত হাওড়া
উত্তর হাওড়ার ত্রিপুরা রায় লেনে সিপিআইএমের এরিয়া কমিটির অফিসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ রাত দশটা নাগাদ পার্টি অফিসে নির্বাচন সংক্রান্ত কাজ কর🃏ছিলেন কর্মীরা। তখনই হামলা চালানো হয়।খবর পেয়ে আসে গোলাবাড়ি থানার পুলিশ। আসে কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। কিন্তু এরপরেও উত্তর হাওড়ার বিধায়ক দলবল নিয়ে এসে হুমকি দিয়ে যায়। রাতেই ঘটনাস্থলে আসেন হাওড়া লোকসভা কেন্দ♏্রের সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। পরে থানায় অভিযোগ দায়ের হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
হাওড়ার উলুবেড়িয়াতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্যাতিতার অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাঁর শ্লীলতাহানি করেছে। এই আবহে কেন্দ্রীয় বাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ওই সংশ্লিষ্ট কর্মীকে অপসারণ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা আবার বলেছেন, বিজেপি জানে বাংলায় তৃণমূলের শক্তি মহিলারা। তাঁদের ভোটেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে জেতেন। আর তাইꦬ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সেই মহিলাদেরই ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।
পঞ্চম দফায় রাজ্যে রেকর্ড বাহিনী মোতায়েন
এদিকে পঞ্চম দফার ভোটে এরাজ্যে লাফিয়ে বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। রাজ্যের ৭ টি লোকসভা আসনে বুথের সংখ্যা ১৩ হাজার ৪৮১। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৭ হাজার ৭১১। অর্থাৎ স্পর্শকাতর বুথ প্রায় ৫৬ শতাংশ। পঞ্চম দফায় রাজ্যে থাকবে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারমধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। পঞ্চ🙈ম দফার ভোটে মোতায়েন রাজ্য পুলিশের সংখ্যা ২৫ হাজার ৫৯০। কুইক রেসপন্স টিম থাকছে ৫৬৭টি।
বনগাঁয় ভোট সমীকরণ
পশ্চিমবঙ্গের অন্যত𓂃ম গুরুত্বপূর্ণ সীমান্ত ঘেঁষা লোকসভা কেন্দ্র বনগাঁ। উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার কিছু অংশ নিয়ে এই কেন্দ্রটি গঠিত। বনগাঁ লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রে বড় সংখ্যায় মতুয়া সম্প্রদায়ের মানুষ বসবাস করে। তাই সিএএ এখানে একটি বড় ইস্যু। এই আসনে এবারও বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। অন্যদিকে মতুয়া গড়ে জিততে তৃণমূল প্রার্থী করেছে বিশ্বজিত দাসকে। তিনি আবার ২০২১ সালে বাগদা থেকে বিজেপি টিকিটে বিধানসভায় গিয়েছিলেন। এর আগে ২০১৯ সালে শান্তনু ঠাকুর বিজেপির পক্ষ থেকে জয়ী হয়েছিলেন ১ লক্ষ ১১ হাজার ৫৯৪ ভোটে। তিনি হারিয়েছিলেন ঠাকুর 𒈔পরিবারেরই অপর এক সদস্য মমতাবালা ঠাকুরকে।
ব্যারাকপুরের ভোট সমীকরণ
বাংলার রাজনীতিতে বারবার 'ভাটপাড়া' নামটি উঠে আসে অশান্তির কারণে। সেই ভাটপাড়ার নেতা অর্জুন সিং এবারও ব্যারাকপুর লোকসভা আসনে বিজেপির হয়ে ভোট ময়দানে নেমেছেন। তাঁর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। গতবার এই আসনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। পদ্ম প্রতীকে জিতেছিলেন তিনি। পরে ফের তৃণমূলে ফেরেন তিনি। তবে এবারও ত🐻ৃণমূল তাঁকে টিকিট দেয়নি। তাই ফের বিজℱেপিতে গিয়ে ভোটে লড়ছেন অর্জুন। এই আসনে বিজেপি এবং তৃণমূলেক কড়া টক্কর দেখা যেতে পারে।
উলুবেড়িয়ায় ভোট সমীকরণ
৩০ শতাংশ সংখ্যালঘু অধ্য়ুষিত উলুবেড়িয়ায় তৃণমূল এবারও প্রার্থী করেছে বিদায়ী সাংসদ সাজদা আহমেদকে। তাঁর সামনে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিজেপির অরুণ উদয় পালচৌধুরী ও কংগ্রেসের আজহার মল্লিক। ১৯৮০ সাল থেকে ২০০৯ পর্যন্ত এই কেন্দ্রে টানা আটবার জিতে সাংসদ হয়েছিলেন সিপিআই𒊎এম এবং সর্বভারতীয় কিষান সভার গুরুত্বপূর্ণ নেতা হান্নান মোল্লা। ২০০৯ থেকে অবশ্য এই আসনে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে তৃণমূল। শেষবার ২০১৯ সালে সাজদা আহমেদ ২ লক্ষ ১৫ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হন এই আসন থেকে।
হাওড়ায় ভোট সমীকরণ
তৃণমূলের দখলে থাকা হাওড়া লোকসভা আসনে লড়াই ফুটবলার বনাম ডাক্তারবাবুর। লড়াইয়ে আছে সিপিআইএমও। বহু জাতি✨, ভাষা, বর্ণের মানুষের হাওড়ায় জিততে মরিয়া সব পক্ষই। ২০০৯ সাল থেকেই এই আসনটি তৃণমূলের দখলে ছিল। শেষবার, ২০১৯ সালে তৃণমূলের হয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় ১ লাখ ৩ হাজার ভোটে জয়ী হয়েছিলেন এখান থেকে। সেই হাওড়ায় এবার বিজেপি প্রার্থী করেছে গত বিধানসভায় শিবপুর কেন্দ্র থেকে হেরে যাওয়া রথীন চক্রবর্তীকে। একসময়ে তৃণমূলꦬে ছিলেন এই রথীন। হাওড়ার মেয়র পদেও দায়িত্ব সামলেছিলেন এই হোমিওপ্যাথিক চিকিৎসক।
শ্রীরামপুরের ভোট সমীকরণ
শ্রীরামপুর লোকসভা আসনে একদিকে রয়েছেন বাম প্রার্থী দীপ্সিতা ধর। অন্যদিকে রয়েছেন তৃণমূলের তারকা আইনজীবী প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে আসরে নেমেছেন কল্যাণের প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসু। ২০০৯ সাল থেকে এই লোকসভা কেন্দ্রটি তৃণমূলের দখলে। টানা চতুর্থবারের জন্য এখানে জয়ের লক্ষ্যে নামবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অবশ্য প্রচারের সময় তাঁর সঙ্গে কাঞ্চনের সংঘাত নিয়ে 𝄹বেশ চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে। প্রচারে খুব ভালো সাড়া পেয়েছেন দীপ্সিতা। অন্যদিকে মোদী ফ্যাক্টরই ভরসা কবীরশঙ্করের।
আরামবাগের ভোট সমীকরণ
আরামবাগ লোকসভা কেন্দ্রটি বিস্তীর্ণ অঞ্চল হুগলি জেলা এবং কিছ🎃ু অংশ হাওড়া জেলায় আছে। হরিপাল, তারকেশ্বর, পুরশুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল এবং চন্দ্রকোনা এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্র গঠিত। ২০১৯ সালের লোকসভা ভোটে খুবই সামাꦜন্য ব্যবধানে এই আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার। তবে এবার অপরূপাকে টিকিট দেয়নি তৃণমূল। এই আসনে এবার তৃণমূলের প্রার্থী মিতালী বাগ। অন্যদিকে বিজেপি দাঁড় করিয়েছে অরূপকান্তি দিগারকে। সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র।
হুগলিতে ভোট সমীকরণ
দক্ষিণবঙ্গে তৃণমূলের অন্যতম খাসতালুক হুগলি। ২০১৯ সালে সেই আসনে জিতে বড় চমক দিয়েছিল বিজেপি। তবে ২০২১ সালের বিধানসভায় হুগলির অধীনে থাকা ৭টি বিধানসভা আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার হুগলিতে জোড়াফুল ফোটাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই জনপ্রিয় অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছেন তিনি। বিপক্ষে প্রাক্তন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য🔯ায়।
গতবার কোন আসনে কে জিতেছিল
আজ যে যে আসনে ভোট, সেগুলির বেশিরভাগেই তৃণমূল-বিজেপি কড়া টক্করের সম্ভাবনা দেখা দিয়েছে। এর মধ্যে বনগাঁ, হুগলির মতো আসনে বিশেষ নজর থাকবে। গতবার আরামবাগ, শ্রীরামপুর, উলুবেড়িয়া এবং হাওড়ায় জয়ী হয়েছিল তৃণ𝕴মূল কংগ্রেস। এদিকে হুগলি, ব্যারাক⭕পুর এবং বনগাঁতে গতবার জিতেছিল বিজেপি। তবে এরপরে ২০২১ সালে বদলেছিল সমীরণ।
বাংলার ৭ আসনে আজ ভোট
𝔉আজ নির্বাচনের পঞ্চম দফায় বাংলার ৭টি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে - হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, ব্যারাকপুর এবং বনগাঁয়।