কোচবিহারে বিক্ষিপ্ত হিংসাকে বাদ দিলে শুক্রবার মোটের ওপর শান্🧔তিপূর্ণভাবেই শেষ হয়েছে উত্তরবঙ্গের ৩ আসনে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিন ভোটগ্রহণ হয় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষের পর সাংবꦡাদিক বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব জানান, বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭.৫ শতাংশ।
আয়োজনের খতিয়ান
এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, আজকে প্রথম দফায় তিনটে লোক সভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। ৪ জুন ভোট গণনা হবে। কোচবিহারে মোট ভোটারের সংখ্যা ছিল ১৯,৬৬,৮৯৩, আলিপুরদুয়ারে ১৭,৭৩,২৫২ ও জলপাইগুড়িতে ভোটারের সংখ্যা ছিল ১৮,৮৫,৯৬৩। প্রথমবার ভোট দাতা ছিলেন ১,১৫,২৪৪ জন ভোটার। ভোটকর্মী ছিলেন ২৭,৯০৭ এবং ৫৮১ জন মাইক্রো অবজারভার ছিলেন। ৩৭ জন প্রার্থী তিনটি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করেছেন। তিন জন জেনারেল অবজারভার এবং পুলিশ ও আয় ব্যয় পর্যব༺েক্ষক ছিলেন। মোট ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। ১০,১৫০ জন রাজ্য পুলিশ মোতায়ন ছিল। এছাড়া নগদ, অর্থ, মদ, মাদক, সোনা - গয়না সহ অন্য ২৪১. ৩৬ কোটি টাকা উদ্ধার হয়েছে।
তিনি বলেন, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত তিনটি কেন্দ্রে মোট ৭৭.৫ ভোট পড়েছে। প্রত্যেক বুথে ওয়েব কাস্টিং হয়েছে। বিক্ষি🍎প্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ﷽্রহণ হয়েছে।
অভিযোগের বন্যা
এছাড়া তিনটি কেন্🔯দ্র থেকে অভিযোগ জমা পড়েছে ৫৫৬টি। গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। ২ জনকে অ্যারেস্ট এবং ১০ জনকে সতর্কতামূলক ভাবে গ্রেফতার করা হয়েছে। মোট ১২১টি QR🌱T ছিল। সমস্ত গ্রেফতারি হয়েছে কোচবিহার কেন্দ্রে।
তিনি জানান, QRT সব জায়গায় মজুত ছিল। সেক্টর মোবাইল, এইচআরএফএসও মোতায়েন করেছিল কমিশন। ভোটারদের নিরাপত্তা দিতে সব রকমের ব্যবস্থꦐা ছিল।