লোকসভা ভোটের মধ্যে ফের তৃণমূলের ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে একটি সভায় তিনি দাবি করেন, ‘ইমাম অ্যাসোসিꦯয়েশনকে দিয়ে আবেদন করিয়েছে, সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দেয়’।
আরও পড়ুন: একই কেন্দ্রে ✱বিজেপির ২ প্রার্থীর মনোনয়ন, বারাসতে প্রকাশ্যে দলের গোষ্ঠীকোন্দল
পড়তে থাকুন: গঙ্গাধর কয়াꦺলের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দুবাবু বলেন, ‘মুসলিমদের বোঝানো হয় বিজেপি হিন্দুদের পার্টি। আমাকে মোদীজির একটা প্রকল্পের নাম বলুন যেটা শুধু হিন্দুদের জন্য করা হয়েছে। উনি ভারতবাসীর জন্য করেছেন। তাইꦉ আপনাদের ভোট নষ্ট করবেন না। ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে আবেদন করিয়েছে, সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দেয়। মুসলমানরা শুনবে কি না আমি জানি না। কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না। মুসলমান ছেলেকে যখন পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপির রাজ্যে যেতে হয়। এই এলাকার কত ছেলে বিজেপিশাসিত রাজ্যে কাজ করে তার তালিকা আমার কাছে আছে। রোজগার করেন বিজেপির রাজ্যে, আর এখানে সংসার প্রতিপালন করেন।’
এর পর ইমামদের কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন, ‘বগটুইতে যখন ৭ জন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল তখন ইমামবাবুরা ঘুমাচ্ছিলেন? গার্ডেনরিচে যখন পুকুরের ওপর বাড়ি তুলতে গিয়ে চাপা পড়ে ১২ জন মুসলমান মারা গেছিল, তখন ইমামরা ঘুমাচ্ছিলেন? কারণ তারা মমতা বন্ܫদ্যোপাধ্যায়ের কাছ থেকে মাসে আড়াই হাজার টাকা করে বেতন পায়।’
আরও পড়ুন: 'TMC-তে ভোট দিচ্�ꦐ�ছে, বিজেতিতে যাচ্ছে,' চতুর্থ দফা মিটতেই ইভিএম নিয়ে অভিযোগ মমতার
রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ধর্মীয় বিভাজন করার অভিযোগ নতুন নয়। ক্ষমতায় এসেই রাজ্যের ইমাম – মোয়াজ্জেমদের জন্য ভাতা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত মসজিদের ইমামরা মাসে ২৫০০ টাকা ও মোয়াজ্জেমরা মাসে ১৫০০ টাকা করে পেয়ে থাকওেন। অভিযোগ, এতেই রাজ্যে সাম্প্রদায়িক মেরুকরণের সূচনা। ২০২১ সালে ভোটের আগে বিজেপির চাপের মুখে পুরোহিতদের জন্যও ভাতা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে সেই প্রকল্পের সুবিধা কতজন পেয়েছেন তার কোনও তথ্য প্রকাশিত হয়নি। তবে তৃণমূলের দাবি, তাদের সরকার সমস্ত ধর্মের মানুষেরই পাশে রয়েছে। তাই দুর্গাপুজো আয়োজনের জন্য প্রত্যেক পুজো কমিটিকে ৭০ হাজার টাকা করে দিয়ে থাকে তাদের সরকার।