আবারও প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী, লোকসভা ভোটের ফলাꦺফলের কি ইঙ্গিত আগেই পেয়ে গেলেন- সেটা কি মনে করছ𝐆েন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’ থেকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের একটি মন্তব্যের পর থেকে এমনই জল্পনা শুরু হয়েছে। যিনি রবিবারের সভা থেকে বিরোধীদের ইন্ডিয়া জোটের প্রতি একটি ‘ইতিবাচক’ বার্তা দেননি। কার্যত কোনও সময়ই ব্যয় করেননি বাম ও কংগ্রেসের জন্য। যেটুকু বলেছেন, তা তাঁর ভাষণের ০.০০১ শতাংশও নয়। আর সবমিলিয়ে ওই ভোটের আগেই অভিষেক দিল্লিতে ‘হার স্বীকার’ করে নিয়েছেন বলে জল্পনা শুরু হয়েছে।
কিন্তু কী এমন বলেছেন অভিষেক, যে মন্তব্য ঘিরে সেই জল্পনা শুরু হয়েছে?
রবিবার ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন সভা’ থেকে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পরে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন, ‘কেন্দ্রে যেই কꩲ্ষমতায় আসুক, বাংলার সর্বত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জেতান। আমি এটা কেন বলছি? কারণ ২০১৪ সালে আপনারা ৩৪ জন সাংসদকে বাংলা থেকে জিতিয়ে দিল্লিতে পাঠিয়েছিলেন। নরেন্দ্র মোদী হয়তো ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু গায়ের জোরে গা-জোয়ারি করে বাংলার ১০ পয়সা আটকে রাখতে পারেনি।’
আরও পড়ুন: একতরফা সিদ্ধান্ত নিয়ে নিল, বাংলায়💜 TMC-র প্রার্থী ঘোষণা নিয়ে তোপ কংগ্রেসের জয়রামের
সেইসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক দাবি করেন, ‘পরবর্তীকালে ২০১৯ সালে আপনারা বিজেপিকে🐼 ১৮টি আসন উপহার দিলেন। পরদিন থেকে বাংলার জল, কল, ১০০ দিনের কাজ- সব টাকা বন্ধ হয়ে গেল। সুতরাং এটা প্রতিষ্ঠিত যে বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। আর তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন।’
আর অভিষেকের সেই শব্দ এবং বাক্য চয়ন নিয়েই যাবতীয় জল্পনা শুরু হয়েছে। কারণ কেন্দ্রে বিজেপি সরকার গঠন করতে না পারলে ইন্ডিয়া জোট সরকার গঠন করবে। এই মুহূর্তে কংগ্রেসের অতি বড় সমর্থকও আশা করছেনཧ না যে শতাব্দীপ্রাচীন দল একা-একাই জিতে কেন্দ্রে সরকার গঠন করতে পারবে। আর 'ইন্ডিয়া' সরকার হলে সেই জোটে থাকবে তৃণমূলও। ফলে তখন বাংলার প্রতি ‘বঞ্চনা’ প্রশ্ন উঠবে না। বিজেপি সরকার গঠন করলে তবেই ‘বঞ্চনা’-র প্রশ্ন উঠবে। আর সেই প্রেক্ষিতেই সেই জল্পনা তৈরি হ💯য়েছে যে তাহলে কি আদতে স্বীকার করে নিলেন যে কেন্দ্রে মোদীই আসবেন? সরকার গঠন করতে চলেছে বিজেপি?
তাৎপর্যপূর্ণভাবে অভিষেকের মতো রবিবার ইন্ডিয়া জোটের প্রতি কোনও ইতিবাচক বার্তা দেননি তৃণমূলের সুপ্রিমো ম♑মতা। বরং তিনি সরাসরি বলে দিয়েছেন যে দেশ কোন পথে চলবে, সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস। দিশা দেখাবে বাংলা। বাংলায় একা লড়বে তৃণমূল। লড়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাইটা তৃণমূল বনাম বিজেপি হবে।