সামনেই লোকসভা ভোট। এবার ১৬জন প্রার্থীর নাম ঘোষণা করল সমাজবাদী পার্টি। এবার সেই তালিকায় কাদের নাম রয়েছে সেই নামগুলো একবার দেখে নেওয়া যাক। একাধিক উল্লেখযোগ্য নཧাম রয়েছে সেই তালিকায়। সেই তালিকায় অন্যতম বড় নাম যেটি সেটা হল ডিম্পল যাদব। তিনি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী। তিনি মণিপুরী আসন থেকে ভোটে লড়বেন।
সম্ভল আসন থেকে ভোটে লড়বেন সফিকুর রহমান বার꧒্ক। লখনউ থে🎃কে ভোটে লড়বেন রবিদাস মেহরোত্রা।
গত বছর ডিসেম্বর মাসে ডিম🦄্পল যাদব মণিপুরী আসন থেকে ভোটে লড়েছিলেন। উপনির্বাচনে তিনি এই আসন থেকে ভোটে লড়েছিলে🎶ন। ২,৮৮,৪৬১ ভোটে তিনি ভোটে জিতেছিলেন। সমাজবাদী পার্টির অত্যন্ত শক্ত ঘাঁটি বলে পরিচিত এই মণিপুরী আসন। এর আগে এই আসন থেকে দাঁড়াকেন মুলায়ম সিং যাদব।
ফিরো꧑জাবাদ আসন থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হচ্ছেন অক্ষয় যাদব। বান্দা আসন থেকে দাঁড়াচ্ছেন শিবশেখর সিং পটেল।
সফিকুর রহমান বার্ক। বয়স ৯৩ বছর। ফের তাঁকে𒉰ই টিকিট দেওয়া হচ্ছে। সম্বꦰল আসন থেকে ফের ভোটে দাঁড়াচ্ছেন তিনি।
সমা💞জবাদী পার্টির নেতা রামগোপাল যাদবের ছেলে অক্ষয় য🐬াদব ফিরোজাবাদ থেকে প্রার্থী হচ্ছেন। বদাউন সংসদীয় ক্ষেত্র থেকে প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন ধর্মেন্দ্র যাদব।
আর যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, ইতাহ আসন থেকে দেবেশ শাক্য, খেরি থেকে উৎকর্ষ ভার্মা, ধউরহরা থেকে আনন্দ ভাদুরিয়া, উন্নাও থেকে অনু ট্যান্ডন, ফা🙈রুখাবাদ আসন থেক♏ে নবল কিশোর শাক্য, আকবরপুর থেকে রাজারাম পাল, বান্দা থেকে শিবশঙ্কর সিং পটেল,ফৈজাবাদ থেকে আওধেশ প্রসাদ, বস্তি থেকে রামপ্রসাদ চৌধুরী, গোরক্ষপুর থেকে কাজল নিশাদ।
ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হল সমাজবাদী পার্টি। সামনেই লোকসভা ভোট। তার আগে আগাম প্রার্থীর নাম ঘোষণা করে দিল সমাজবাদী পার্টি। বিজেপিকে রুখতে অন্তত ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল সমাজবাদী পার্টি। ডিম্পল যাদবকেও এবারের লোকসভা ন𝓀ির্বাচনে প্রার্থী করা হয়েছে।