মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে এখন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের বিধায়ক নবাব মালিক। একদিকে, এনসিপি তাঁকে প্রার্থী করতে চায়ছে, অন্যদিকে, তাতে তীব্র আপত্তি জানিয়েছে জোট শরিক দল বিজেপি। নবাব মালিককে প্রার্থী করার বিষয়ে জল্পনা শুরু হতেই এনিয়ে বিরোধিতা জোরদার করেছে গেরুয়া শিবির। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নবাব মালিককে প্রার্থী করা হলে তাঁকে তারা কোনওভাবেই সমর্থন করবে না। বিজেপির অভিযোগ, কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ রয়েছে নবাব মালিকের। তাই তারা তাঁকে সমর্থ🌃ন করবে না।
আরও পড়ুন: মহারাষ্ট্র বিধানসভা নির্বা🌺চনে প্রথম দফার প্রার্থী তালিকা,𝐆 ৯৯ জনের নাম ঘোষণা বিজেপির
মুম্বই বিজেপির সভাপতি আশিস শেলার মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা নবাব মালিককে প্রার্থী করার বিরুদ্ধে তারা।🔯 দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগ রয়েছে তাঁর। তাই এরকম কাউকে টিকিট দিলে আমরা তা মেনে নেব না। আমরা নবাব মালিককে কোনওভাবেই সমর্থন করব না এবং ভিন্ন অবস্থান নেব।꧟’
উল্লেখ্য, মুম্বই দক্ষিণ-মধ্য সংসদীয় আসনের অনুশক্তি নগরের বর্ꦐতমান বিধায়ক নবাব🔯 মালিক। এবার অনুশক্তি নগরে তাঁর মেয়ে সানাকে প্রার্থী করা হতে পারে এবং মানখুর্দ-শিবাজি নগর থেকে এবার নবাব মালিককে প্রার্থী করা হতে পারে জল্পনা শুরু হয়েছে। তারপরেই নিজেদের প্রতিক্রিয়া জানাল বিজেপি। এরফলে তীব্র অস্বস্তিতে পড়েছে এনসিপি।
প্রসঙ্গত, নবাব মালিক মহা বিকাশ আঘাদি সরকারের একজন মন্ত্রী ছিলেন। ২০২⛦২ সালে দাউদ, ছোটা শাকিল এবং টাইগার মেমন বিরুদ্ধে এনআইএ মামলা নথিভুক্ত করেছিল। সেই মামলায় নবাবকে গ্রেফতার করা হয়েছিল। গত জুলাই মাসে মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পান নবাব মালিক। উল্লেখ্য, একনাথ শিন্ডের শিবসেনা ও এনসিপির অজিত গোষ্ঠীর সঙ্গꦚে জোট বেঁধে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি। যদিও এবার আসন ভাগ নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে নবাব মালিককে নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে এনসিপি।
২০ নভেম্বর মহারাষ্ট্রে ভোট রয়েছে। তাই ইতিমধ্যেই ✤প্রচারের ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের নেতারা। একে ♌অপরকে তীব্র নিশানা করছেন। ইতিমধ্যেই বেশ কিছু প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দুদিন আগে ৯৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। শিবসেনা ছাড়াও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এছাড়াও, মহা বিকাশ আঘাদির (এমভিএ) তালিকাও শীঘ্রই প্রকাশ হতে পারে।