উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে ভালো ফল করল বিহারের শাসকদল জেডিইউ৷ ষাট আসন বিশিষ্ট এই রাজ্যে নীতীশ কুমারের দল এক🤡ক ভাবে লড়াই করে ছ’টি আসনে জিতেছে৷ এদিকে এই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি৷ মুখ্যমন্ত্রী বীরেন সিং জিতেছেন তাঁর নিজের কেন্দ্রে৷ এদিকে কংগ্রেসের ফল এই রাজ্যে খুব একটা ভালো ছিল না৷ কংগ্রেস এই রাজ্যে মাত্র পাঁচটি আসনে জিতেছে৷
এদিকে জনতা দল (ইউনাইটেড) মণিপুরে দশ শতাংশেরও বেশি ভোট পেয়েছে৷ তারা ছটি আসনে জিতেছে৷ তবে বিজেপির সঙ্গে এখানে জোট ছিল না জেডিইউর৷ তারা একক ভাবে লড়েছে মণিপুরে৷ এর আগে বাইশ বছর আগে শেষবার জেডিইউর কোনও প্রার্থী মণিপুরে জয়ী হন৷ এই নির্বাচনে মোট ৩♎৮টি আসনে প্রার্থী দিয়েছিল জেডিইউ৷ নির্বাচন ঘোষণার কয়েক সপ্তাহ আগে পর্যন্ত জেডিইউর সেই অর্থে অস্তিত্ব ছিল না মণিপুরে৷ তবে বেশ কিছু দলের বিক্ষুব্ধদের নিয়ে লড়াই কড়ে কয়েক সপ্তাহের মধ্যে বাজিমাত করল বিহারের এই দল৷
এদিকে মণিপুরে কুকি পিপলস অ্যালায়েন্স ২টি, নাগা পিপলস ফ্রন্ট পাঁচটি (৮.১৬ শতাংশ ভোট) এবং ন্যা💃নশনালস পিপলস পার্টি আটটি (১৭.২৫ শতাংশ ভোট) আসনে জিতেছে৷ এদিকে বিজেপি এই রাজ্যে প্রথমবার একক শক্তিতে সরকার গঠন করতে চলেছে। এই রাজ্যে বিজেপি ৩৭.৮ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে মাত্র ১৬.৮ শতাংশ।