মায়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পরেই মণিপুর পূর্ব এশিয়ার অন্য়তম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, পূর্ব এশিয়ার বাকি অংশের ব্য়বসা বাণিজ্যের প্রবেশদ্বার হিসাবে গড়ে উঠছে মণিপুর।সেকারণেই দেশের রেলওয়ে মানচিত্রে মণিপুরকে আনা হয়েছে। মণিপুরে ভোট প্রচারে গিয়ে একথা জানান নরেন্দ্র মোদী। মণিপুরের মুখ্য়মন্ত্রী সহ অন্যান্যরাও এদিন উপস্থিত ছিলেন এই প্রচার কর্মসূচিতে। মোদী বলেন, ইম্ফল পর্যন্ত ট্রেন আসবে। সেদিন আর বেশি দূরে নেই। এই রাজ্য গোটা দেশের সঙ্গে যুক্ত হবে। যোগাযোগ ব্যবস্থাও ক্রমশ বাড়ছে। পর্যটনেরও উন্নতি হচ্ছে ক্রমশ। শুধু রেলপথে নয়, সড়কপথেও যোগাযোগ বাড়বে মণিপুরের সঙ্গে। জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে ৪০টি ন্যাশানাল হাইওয়ে প্রজেক্ট তৈরির কাজ হাতে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বনধ ও রাস্তা অবরোধের সংস্কৃতি থেকে এই রাজ্য বেরিয়ে এসেছে বলেও জানান তিনি। বিগত দিনের কংগ্রেস জমানাকেও নিশানা করেন তিনি। মোদী বলেন, করোনা পরিস্থিতিতে মণিপুরের ২২ লাখ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৬০ হাজার বাড়ি তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশের প্রথম স্পোর্টস ইউনির্ভাসিটি মণিপুরে তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, এই নির্বাচন আগামী ২৫ বছরের জন্য শান্তি ও স্থিতাবস্থা তৈরি করবে মণিপুরে।