কী হতে পারে মিজোরামে? এক্সিট পোলের হিসেব কী বলছে? এবার অধিকাংশ এক্সিট পোলের হিসাবে ছত্তিশগড় ও তেলেঙ্গানায় এগিয়ে থাকতে পারে কংগ্রেস। তবে গোটা দেশের নজর মিজোরামের দিকেও। এবারে উত্তরপূর্বের এই রাজ্যের বুথ ফেরত সমীক্ষার হিসেবটা একটু দেখে নেওয়া যাক। মিজোরাম এক্সিট পোলের ফলাফলএবিপি নিউজ-সি ভোটার সমীক্ষা অনুসারে এমএনএফের দিকে পাল্লা ভারী। সেই সমীক্ষার হিসাবে এবার মিজোরাম যেতে পারে মিজো ন্যাশানাল ফ্রন্ট বা এমএনএফের দখলে। এমএনএফ পেতে পারে ১৫-২১টি আসনজাতীয় কংগ্রেস পেতে পারে ২-৮টি আসনজেডপিএম পেতে পারে ১২-১৮টি আসনবিজেপির ভাগ্য়ে একটা আসনও না জুটতে পারেসব মিলিয়ে মিজোরামে আসন সংখ্য়া ৪০টি। এর মধ্য়ে ক্ষমতায় আসতে গেলে সব মিলিয়ে ২১টি আসন পেতে হবে। ইন্ডিয়া টিভি-সিএনএক্স এর এক্সিট পোলের হিসাব বলছে এমএনএফ পেতে পারে ১৪-১৮টি আসন।আইএনসি পেতে পারে ৮-১০টি আসন।বিজেপি পেতে পারে-০-২টি আসন।অন্যান্য পেতে পারে ১২-১৬টি আসন।মুখ্য়মন্ত্রী জোরামথাঙ্গার নেতৃত্বাধীন মিজো ন্যাশানাল ফ্রন্ট। সেই দলই এবার সংখ্য়াগরিষ্ঠতা পেতে পারে বলে খবর। তবে উত্তরপূর্বের একাধিক রাজ্যে দেখা যায় আঞ্চলিক দলগুলিই ক্ষমতায় ফিরে আসে বার বার। গোটা দেশে ক্ষমতাধর দলগুলি বিশেষ প্রভাব ফেলতে পারে না মিজোরামে। মিজোরামের রাজনীতিতেও আঞ্চলিক দলগুলিই ক্ষমতা বিস্তার করে। ২০১৮ সালে এনডিএর সঙ্গে ছিল এমএনএফ। সেবার এমএনএফ ২৬টি আসন পেয়েছিল। বিরাট জয় পেয়েছিল এমএনএফ। এদিকে এবার বিজেপি ও কংগ্রেস উভয়কেই আঞ্চলিক দলের সঙ্গে লড়াই করতে হয়েছে। তবে এক্সিট পোলের হিসাব বলছে এবার এগিয়ে যেতে পারে এমএনএফ।