Arunachal Pradesh: ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি Updated: 29 Mar 2024, 03:33 PM IST Satyen Pal Share লোকসভা ভোটের মুখে বিরাট খুশির খবর বিজেপির। অরুণাচলে বিধানসভা ভোটের আগেই জিতলেন সেখানকার মুখ্য়মন্ত্রী। 1/5এখনও ভোট হয়নি অরুণাচল প্রদেশে। তবে বিজেপির জন্য খুশির খবর। অরুণাচল প্রদেশে ভোটের আগেই জয়ী অরুণাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী পেমা খান্ডু। তবে তিনি শুধু একা নন, আরও চারজন বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। সব মিলিয়ে বিজেপির জন্য এবার খুশির খবর অরুণাচলে। (Pitamber Newar) 2/5আগামী ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে ভোটের দিন ঠিক হয়েছে। অরুণাচলের যে কেন্দ্র থেকে সেখানকার মুখ্য়মন্ত্রীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল সেখান থেকে আর কেউ মনোনয়ন জমা দেননি। সেক্ষেত্রে ওই আসন থেকে আগাম জয়ী হলেন অরুণাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী। (ANI Photo) (Pitamber Newar) 3/5তাওয়াং জেলার মুক্তো বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন পেমা খান্ডু। কিন্তু ওই বিধানসভা থেকে আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি। তার জেরে স্বাভাবিকভাবেই তিনি এই কেন্দ্র থেকে আগাম জয়ী হয়ে যান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি। সব মিলিয়ে ৫জন জয়ী হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ANI Photo) (Pitamber Newar) 4/5পেমা খানডু জানিয়েছেন পাঁচটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। আমরা আশা করি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আরও কয়েকটি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব। (PTI Photo) (Pitamber Newar) 5/5এই ঘটনা অরুণাচল প্রদেশে বিজেপির মাটি শক্ত করার পক্ষে যথেষ্ট। অরুণাচল প্রদেশের ভোটগণনা করা হবে আগামী ২ এপ্রিল। সেখানকার মুখ্য়মন্ত্রী তাঁর পুরানো কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন। ৩০ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কিন্তু মুখ্য়মন্ত্রীর কেন্দ্রে কেউ মনোনয়নই দেননি। স্বাভাবিকভাবেই প্রত্যাহারের ব্যাপারই নেই। জিতে গেলেন পেমা খান্ডু। (ANI Photo) (Pitamber Newar) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি