বাংলা নিউজ > ভোটযুদ্ধ > 'পঞ্জাবের জয় বাংলার AAP-র কাছে বুস্টার, কেজরি স্যারই দেশের একমাত্র যোগ্য বিকল্প'

'পঞ্জাবের জয় বাংলার AAP-র কাছে বুস্টার, কেজরি স্যারই দেশের একমাত্র যোগ্য বিকল্প'

নেতিবাচক ভোট নয়, ‘দিল্লি মডেলেই’ জয় পঞ্জাবে। মত আপ পশ্চিমবঙ্গের। 

পশ্চিমবঙ্গের মানুষের কাছে 'দিল্লি মডেল' তুলে ধরার চেষ্টায় আপ।

তুলিকা অধিকারী

এখনও পঞ্জাবে আম আদমি পার্টির (আপ) ঐতিহাসিক জয়ের ঘোর কাটেনি। এটা নজিরবিহীন ෴ফলাফল। দেশের মধ্যে একটা আঞ্চলিক দল দুটি রাজ্যের ক্ষমতায় এল। তাতে যে শুধু পঞ্জাবের রাজনীতির ইতিবৃত্ত পালটে গেল, তা নয়, দেশের রাজনীতিই মোড় ঘুরে গেল।

নেতিবাচক ভোট নয়, ‘দিল্লি মডেলেই’ জয় পঞ্জাবে

পঞ্জাবের প্রচুর মানুষ দিল্লিতে আসা-যাওয়া করেন। তাঁরা নিজের চোখেই দেখতে পারছেন যে দিল্লি এখন প💃ুরোপুরি পালটে গিয়েছে। সরকারি স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে মহল্লা ক্লিনিক - কেজরিওয়াল স্যারের (অরবিন্দ কেজরিওয়াল) শাসনে ভোল পালটে গিয়েছে দিল্লির। প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে।෴'বিজনেস ব্লাস্টার' তৈরি করা হচ্ছে। স্কুল পড়ুয়াদের এখন থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তারা কীভাবে ব্যবসা বা চাকরির জন্য নিজেদের দক্ষতা আরও বাড়াতে পারবে।

পঞ্জাবে জয়: উচ্ছ্বাস কলকাতায়।
পঞ্জাবে জয়: উচ্ছ্বাস কলকাতায়।

সবথেকে বড় কথা, সরকারি স্কুল এতটাই ভালো হয়ে গিয়েছে যে প্রায় ৩.৫ লাখ পড়ুয়াকে বেসরকারি স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছেন অভিভাবকরা। নিজেদের ছেলেমেয়েকে ভরতি করেছেন সরকারি স্কুলে। এটা তো নজিরবিহীন। সেটা পঞ্জাবের মানুষ সেটা স্বচক্ষে দেখেছেন। এরকমও যে কোথাও হতে পারে, তা বুঝতে পেরেছেন তাঁরা। একজন ধনী ব্যক্তির ছেলেমﷺেয়ে যে স্কুলে পড়ছে, সেই স্কুলে একজন অটোচালক বা সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষের ছেলেমেয়েও সেখানে পড়ার সুযোগ পাচ্ছে।

শুধু তাই নয়, সরকারি পরিষেবা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। সরকারি কাজের জন্য দিল্লিতে আর আমজনতাকে মাথা ঘামাতে হয় না। কারও কাছে হত্যে দিয়ে পড়ে থাকতে হয় না। একটি নম্বরে শুধু ফোন করবেন, লোক আপনার কাছে চলে আসবে। দিল্𝕴লি সরকার মানুষের কাছে প𝓀ৌঁছে গিয়েছে। মাঝের কোনও লোক নেই। দূর হয়েছে দুর্নীতি। সেইসঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

কেজরিওয়াল স্যার নিজেই বলেছেন, বিধায়ক বা সাংস💛দরা যখন ভাতা পেতে পারেন, তখন আমজনতাও পেতে পারেন। অর্থাৎ ‘আম আদমির’ জন্য ভাবছে আপ সরকার। সেটা মানুষ বুঝতে পেরেছেন। তাই তাঁরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। ধরাশায়ী হয়েছে কংগ্রেস। বিজেপির ত🥀ো দেখাই নেই।

পঞ্জাবে তো দীর্ঘদিন শিরোমণি অকালি দল এবং কংগ্রেস ক্ষমতায় ছিল, সেইসময় ঋণের বোঝা বেড়েছে। সেইসঙ্গে পঞ্জাবে বেড়েছে মাদক মাফিয়াদের দৌরাত্ম্য। অকালি দল এবং কংগ্রেস মিলে মাফিয়াদের দৌরাত্ম্য আরও বাড়িয়ে তুলেছে। মানুষ বুঝতে পেরেছেন, ওদের দিয়ে হবে না। তাঁরা এবার পঞ্জাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছেন। অকালি বা কংগ্রেস বিরোধী ভোট দেননি মান🦩ুষ, তাঁরা আপকেই ভোট দিতে বদ্ধপরিকর ছিলেন। 'দিল্লি মডেল' চেয়েছেন পঞ্জাবে। তাই কংগ্রেস, বিজেপি, অকালি - কারও শত আক্রমণেও আপকে টলানো যায়নি।

নজর পশ্চিমবঙ্গে, জোর ‘গ্রাউন্ড ওয়ার্ক’-এ

পশ্চিমবঙ্গে 🥃এখন পুরোপুরি ‘গ্রাউন্ড ওয়ার্ক’ করছি আমরা। একেবারে তৃণমূল স্তরে কাজ করছি। রাজ্যের বিভিন্ন শহর, শহরতলি এবং গ্রামে নিয়ে আমরা ক্যানোপি কর্মসূচি চালাচ্ছি। সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি পথচলতি মানুষদের কাছে জানতে চাওয়া হচ্ছে, ‘আপনারা সব পরিষেবা পাচ্ছেন? পশ্চিমবঙ্গ বা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি চলছেে, সেগুলি কি আপনারা পাচ্ছেন?’

আপের ‘বাংলা নির্মাণ অভিযান’।
আপের ‘বাংলা নির্মাণ অভিযান’।

তুলিকা অধিকারী

এখনও পঞ্জাবে আম আদমি পার্টির (আপ) ঐতিহাসিক জয়ের ঘ♔োর কাটে๊নি। এটা নজিরবিহীন ফলাফল। দেশের মধ্যে একটা আঞ্চলিক দল দুটি রাজ্যের ক্ষমতায় এল। তাতে যে শুধু পঞ্জাবের রাজনীতির ইতিবৃত্ত পালটে গেল, তা নয়, দেশের রাজনীতিই মোড় ঘুরে গেল।

নেতিবাচক ভোট নয়, ‘দিল্লি মডেলেই’ জয় পঞ্জাবে

পঞ্জাবের প্রচুর মানুষ দিল্লিতে আসা-যাওয়া করেন। তাঁরা নিজের চোখেই দেখতে পারছেন যে দিল্লি এখন পুরোপুরি পালটে গিয়েছে। সরকারি স্কুলের🌠 পরিকাঠামো থেকে শুরু করে মহল্লা ক্লিনিক - কেজরিওয়াল স্যারের (অরবিন্দ কেজরিওয়াল) শাসনে ভোল পালটে গিয়েছে দিল্লির। প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে।'বিজনেস ক্লাস্টার' তৈরি করা হচ্ছে। স্কুল পড়ুয়াদের এখন থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তারা কীভাবে ব্যবসা বা চাকরির জন্য নিজেদের দক্ষতা আরও বাড়াতে পারবে।

সবথেকে বড় কথা, সরকারি স্কুল এতটাই ভালো হয়ে গিয়েছে যে প্রায় ৩.৫ লাখ পড়ুয়াকে বেসরকারি স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছেন অভিভাবকরা। নিজেদের ছেলেমেয়েকে ভরতি করেছেন সরকারি স্কুলে। এটা তো নজিরবিহীন। সেটা পঞ༺্জাবের মানুষ সেটা স্বচক্ষে দেখেছেন। এরকমও যে কোথাও হতে পারে, তা বুঝতে পেরেছেন তাঁরা। একজন ধনী ব্যক্তির ছেলেমেয়ে যে স্কুলে পড়ছে, সেই স্কুলে একজন অটোচালক বা সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষের ছেলেমেয়েও সেখানে পড়ার সুযোগ পাচ্ছে।

শুধু ꦅতাই নয়, সরকারি পরিষেবা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। সরকারি কাজের জন্য দিল্লিতে আর আমজনতাকে মাথা ঘামাতে হয় না। কারও কাছে হত্যে দিয়ে পড়ে থাকতে হয় না। একটি নম্বরে শুধু ফোন করবেন, লোক আপনার কাছে চলে আসবে। দিল্লি সরকার মানুষের কাছে পৌঁছে গিয়েছে। মাঝের কোনও লোক নেই। দূর হয়েছে দুর্নীতি। সেইসঙ্গে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

কেজরিওয়াল স্যার নিজেই বলেছেন, বিধায়ক বা সাংসদরা যখন ভাতা পেতে পারেন, তখন আমজ💟নতাও পেতে পারেন। অর্থাৎ ‘আম আদমির’ জন্য ভাবছে আপ সরকার। সেটা মানুষ বুঝতে পেরেছেন। তাই তাঁরা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। ধরাশায়ী হয়েছে কংগ্রেস। বিজেপির তো দেখাই নেই।

পঞ্জাবে তো দীর্ঘদিন শিরোমণি অকালি দল এবং কংগ্রেস ক্ষমতায় ছিল, সেইসময় ঋণের বোঝা বেড়েছে। সেইসঙ্গে পঞ্জাবে বেড়েছে মাদক মাফিয়াদের দৌরাত্ম্য। অকালি দল এবং কংগ্রেস মিলে মাফিয়াদের দৌরাত্ম্য আরও বাড়িয়ে꧙ তুলেছে। মানুষ বুঝতে পেরেছেন, ওদের দিয়ে হবে না। তাঁরা এবার পঞ্জাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য ভোট দিয়েছেন। অকালি বা কংগ্রেস বিরোধী ভোট দেননি মানুষ, তাঁরা আপকেই ভোট দিতে বদ্ধপরিকর ছিলেন। 'দিল্লি মডেল' চেয়েছেন পঞ্জাবে। তাই কংগ্রেস, বিজেপি, অকালি - কারও শত আক্রমণেও আপকে টলানো যায়নি।

নজর পশ্চিমবঙ্গে, জোর ‘গ্রাউন্ড ওয়ার্ক’-এ

পশ্চিমবঙ্গে এখন পুরোপুরি ‘গ্রাউন্ড ওয়ার্ক’ করছি আমরা। একেবারে তৃণমূল স্তরে কাজ করছি। রাজ্যের বিভিন্ন শহর, শহরতলি এবং গ্রামে নিয়ে আমরা ক্যানোপি কর্মসূচি চালাচ্ছি। সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি পথচলতি মানুষদের কাছে জানতে চাওয়া হচ্ছে, ‘আপনারা সব পরিষেবা পাচ্ছেন? পশ্চিমবঙ্গ বা কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি চলছেে, সেগুলি কি আপনারা পা𝄹চ্ছেন?’|#+|

অনেকেই অভিযোগ করেন যে তাঁরা বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা পান না। সেক্ষেত্রে তাঁদের আমরা সাহায্য করি। বীরভূমে যেমন কেউ কেউ ‘কৃষক বন্ধুর’ টাকা পাচ্ছিলেন না। আমরা ডেপুটেশনﷺ দেওয়ার পর সমস্যা মিটে গিয়েছে। মানুষ বুঝতে পারছেন যে আমরা শুধ🔥ু রাজনীতি করি না। আমরা কাজের রাজনীতি করি। সেই বার্তাটাই আমরা সকলকে পৌঁছে দিতে চাই। শুধু সদস্য সংগ্রহ করলাম। আর বিপদের সময় মানুষের পাশে দাঁড়ালাম না - এরকম নীতি নয় আমাদের। সেইসঙ্গে মানুষকে ‘দিল্লি মডেলের’ কথা বোঝাতে চাই। একটা সরকার চাইলে কীভাবে রাজ্যকে আমূল পালটে দিতে পারে, তা মানুষকে বোঝাচ্ছি আমরা।

নজর ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে

আগামী বছরের পঞ্চায়েত ভোটে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সব জায়গায় আমরা লড়তে পারব না। কারণ পশ্চিমবঙ্গে প্রচুর পঞ্চায়েত আছে। সেটা একবারেই সম্ভব হবে না। যে🥂খানে যেখানে আমাদের সংগঠন মজবুত হবে, সেখানে সেখানে লড়াই করা হবে। বিষয়টা একেবারে স্পষ্ট, যেখানে যেখানে সংগঠন শক্তিশালী হবে, সেখানে সেখানে ২০২৩ সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে আমরা লড়তে চলেছি। তবে একটা কথা বলতে পারি, প্রায় ২,০০০ কিলোমিটার দূরে থেকেও পঞ্জাবের জয় পশ্চিমবঙ্গের আপ কর্মীদের মনোবল বাড়িয়ে দিল। আমাদের কাছে ‘বুস্টার’ হল। যা আমাদের আরও জোরদারভাবে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করবে।

অরবিন্দ কেজরিওয়াল কি বিরোধী ‘মুখ’?

কেজরি স্যার সবসময় একটা কথা বলেন, ‘আমরা সবসময় প্রশ্ন করি যে কে বিরোধী মুখ হবেন, কে বিজেপিকে হারাবে।’ কিন্তু আমরা ক্ষমতায় এলে কী করব, সেটা একমাত্র আম আদমি পার্টিই বল🐬ে থাকে। একমাত্র আমরাই গ্যারান্টি দিয়ে বলি যে এটা করব, এটা দেব - একমাত্র আপের কর্মী-সমর্থকরাই বলতে পারেন। সেটা করেও দেখান। তবে পঞ্জাবের জয়ের পর প্রমাণ হয়ে গেল, এখন দেশের যা অবস্থা, তাতে একমাত্র যোগ্য ব্যক্তি হিসেবে কেজরি স্যার দেশের হাল সামলাতে পারবেন🌸।

(আপের উত্তর ২৪ পরগনার জেলা সভা🐻পতি হলেন তুলিকা অধিকারী, লেখনীর মতামত একান্ত ব্যক্তিগত)।

ভোটযুদ্ধ খবর

Latest News

'অনেক স্বাধীনতা পেয়ﷺেছি, আর দরক❀ার নেই', প্রথম বিবাহবার্ষিকীর আগে অকপট পরমব্রত! পাড়ার এক দাদাকে কয়েকটা ছবি তুলতে দিয়েছিল কিশোরী, তাতেই পরিণতি ꦑহল ভয়💃ানক সৎমেয়ে রূপালির মানসিক যন্𓂃ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, দাবি অভিনেত্রীর আইনজীবীর আমি কিন্তু তোম🏅ার থেকেও জোরে বল করি!রানার শর্ট-বলে বিব🐻্রত হয়ে হুঁশিয়ারি স্টার্কের মীন রাশির আজকের দিন কেমন যাবেꦬ? জানুন ২৩ নভেম্ব🍎রের রাশিফল কুম্ভ রাশির 🍎আজ🌺কের দিন কেমন যাবে? জানুন ২৩ নভেম্বরের রাশিফল মকর🅷 রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৩ নভেম্বরের রাশিফল ধনু রাশির✨ আজকের দিন কেমন যাবে? জানুন ২৩ নভ꧅েম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে꧅? জানুন ২৩ নভেম্বরের রাশিফল তুলা রাশি🌟র আজকের দিন কেমন যাবে? জানুন ২৩ নভেম্বরের রাশিফল

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্🌺যাল ম🦋িডিয়ায় ট্রোলিং অনেকটাই কমাতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে🐽 বিদায় নিলেও ICCর সেরা মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্যান্ডের আয় সব থেকে বেশি, ভারত-সহ ১০টি দল কত 🔯টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খে🌼লেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 বিশ্বকাপ জেতালেন এই তারকা রবিবারে খেলতে 𝔉চান না বলে টেস্ট ছাড়েন দাদু, নাতনি অ্যামেলিয়🍌া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা✱ পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্টের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভারি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতি☂হাস গড়বে কারা? ICC T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে🎶🐼 হারাল দক্ষিণ আফ্রিকা জে🌃মিমাকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, ত🐷ারুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-ꦏরেট, ভালো খেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.