রাজ্যসভা ভোট ঘিরে হিমাচলে তুলকালাম। সেখানে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও রাজ্যসভ🎃ার হিমাচল আসনে হেরে গিয়েছে কংগ্রেস। এদিকে, হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দাবি করেছেন, তাঁদের দলের বিধায়ককে তুলে নিয়ে গিয়েছে সিআরপিএফ। কংগ্রেস শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং স🍌ুখু বলছেন, তাঁদের ৫ থেকে ৬ জন বিধায়ককে সিআরপিএফ তুলে নিয়ে গিয়েছে। এদিকে, বিজেপির দাবি, হিমাচলে কংগ্রেসের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই।
এদিকে, সংখ্যাগরিষ্ঠতা নিয়েও হিমাচলের রাজ্যসভা আসনে হেরে গিয়েছেন কংগ্রেসের প্রার্থী অভিষেক মন🀅ু সিংভি। অন্যদিকে, বিজেপির হর্ষ মহাজন এই ভোটে জিতে গিয়েছেন। ঘটনারপরই হিমাচল প্রদেশের বিরোধী দলের নেতা জয়রাম ঠাকুর বলছেন, ‘আমরা জয়ের দিকে তাকিয়ে বলতে পারি হিমাচলের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। বিধায়করা ওঁকে ছেড়ে দিয়েছিলেন এক বছরের মাথায়।' এদিকে, ভোটে হেরে যাওয়ার পর ক্ষোভ উগরে দেন হিমাচল থেকে দাঁড়ানো রাজ্যসভায় কংগ্রেস প্রার্✱থী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ‘আমি অবিনন্দন জানাতে চাই হর্ষ মহাজনকে তিনি জিতেছেন। তবে আমি তাঁর পার্টিকে বলতে চাই একটু আত্মসমীক্ষা করুন। যখন ২৫ জন সদস্যের দল একজন প্রার্থীকে দাঁড় করায় ৪৩ জন সদস্যের প্রার্থীর বিরুদ্ধে, … তখন বার্তা একটাই আমরা যা করব নির্লজ্জভাবে করব, যা আইনে নেই। ’ অভিষের মনু সিংভি বলেন, ‘আমি ৯ জনকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তাঁরা মানুবিক স্বভাব নিয়ে পাঠ দিয়েছেন। তাঁরা ডিনার, ড্রিঙ্ক, ফটোগ্রাফি করেছেন গতরাতের ১১ টা পর্যন্ত। ৩ জন বা ২ জন আমাদের সঙ্গে ব্রেকফাস্টও করেন। ’
৬ জন বিধায়ক কোথায়?
এর আগে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সু🐠খু দাবি করেছিলেন যে, তাঁর দলের ৬ জন বিধায়ককে সিআরপিএফ তুলে নিয়ে চলে গিয়েছে। গণনার সময় তিনি বলেন, ‘যে পদ্ধতিতে গণনা শুরু হয়েছে এবং বিরোধী দলের নেতারা ভোটগ্রহণ কর্মকর্তাদের বারবার হুমকি দিচ্ছেন তা গণতন্ত্রের জন্য ঠিক নয়...তারা দীর্ঘদি♏ন ধরে গণনা বন্ধ রেখেছিল।’ বিস্ফোরক অভিযোগে তিনি বলেন, ‘সিআরপিএফ এবং হরিয়ানা পুলিশের কনভয় ৫-৬ জন বিধায়ককে তুলে নিয়ে গেছে। আমি বলতে পারি যে যাঁরা চলে গিয়েছেন তাঁদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে, আমি তাঁদের অনুরোধ করছি তাঁদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য.. চিন্তা করার দরকার নেই।’
ভোটের অঙ্ক:-
উল্লেখ্য, ৬৮ জন বিধায়কের মধ্যে✃ ৪০ জন বিধায়ক নিয়ে কংগ্রেসের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল। সঙ্গে ছিলেন ৩ জন নির্দল বিধায়ক। বিজেপি ২৫ জন বিধায়ককে নিয়ে অনেক পিছনে ছিল। এরপর ভোট হয় ৩৪-৩৪ এর। শেষে লটারি পদ্ধতিতে বিজেপি💖র হর্ষ মহাজয় জয়ী হন।