আরিয়ান প্রকাশ
এবার বিজেপির কাছে বড় লড়াই। সামনেই পাঁচ রাজ্যের ভোট। মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিশগড় ভোটে বিজেপির প্রার্থী তালিকার দিতে নজর দিলে দেখা যাচ্ছে বিধানসভা ভোটে ১৮জন এমপিকে দাঁড় করানো হয়েছে। চার𓄧জন কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন। মধ্যপ্রদেশ ও রাজস্থানে সাতজন করে এমপি রয়েছেন। ছত্তিশগড়ে চারজন এমপি রয়েছেন। তাঁরা বিজেপির টিকিট পেয়েছেন।
মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশে টিকিট পেয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। দিমানি আসনটা গতবার কংগ্রেস জিতেছিল। এবার সেখানে কৃষিমন্ত্রী। খ༒াদ্যপ্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী প্রহ্লাদ পটেল নরসিংপুর আসন থেকে দাঁড়াচ্ছেন। গ্রামোন্নয়নඣ দফতরের প্রতিমন্ত্রী ফগ্গন সিং কুলসাতে টিকিট পেয়েছেন নিবাস আসন থেকে।
রাজস্থান
রাজস্থানে দাঁড়িয়েছেন এমপি রাজ্য বর্ধন🐼 সিং রাঠোর। পরিচিত মুখ। বিদ্যাধর নগর থেকে দাঁড়িꦫয়েছেন বিজেপি এমপি রাজসমন্দ।
ঝুনঝুনুর এমপি নরেন্দ্র কুমার মান্ডোয়া থেকে দাঁড়িয়েছেন। আলোয়ার এমপি বাবা বালকনাথ তিজারা আসন থেকে, আজমেড় এমপি ভগীরথ চৌধুরী কিষানগড় থেকেꦆ, জালোর এমপি দেবজী পটেল সাঞ্চোর থেকে, কিরোরি লাল মিনা সাওয়াই🤡 মধুপুর আসন থেকে দাঁড়িয়েছেন।
এনিয়ে এমপি রাজ্য বর্ধন সিং রাঠোর জানিয়েছেন, একটা নতুন উৎসাহ আসছে কর্মীদের মধ্যে। যাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেন তাঁরাও এবার বিধানসভা ভোটে। আমরা যুদ্ধের জন্য তৈরি। কোনও আসন আমরা ছাড়ব না। কোনও মোর্চার ব্যাপার নেই। এটা একট🌼া ভালো বার্তা। এটা দেশের জন্য লড়াই।
ছত্তিশগড়
ছত্তিশগড় বিধানসভা ভোটেও হেভিওয়েট ๊এমপিরা দাঁড়ালেন। বিজয় বাঘেল দাঁড়িয়েছেন পাটান আসন থেকে, রেণুকা সিং, গোমতী রাই ও অরুণ সাও দাঁড়িয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ রামন সিংও জানিয়েছেন।