তেলাঙ্গানা ভোটের ফলাফল শেষ পর্যন্ত কী হবে তা এখনও চূড়ান্ত নয়। তবে বুথ ফেরৎ সমীক্ষার হিসাবে বিআরএসকে টপকে যেতে পারে কংগ্রেস। আর সেই সমীক্ষার ফলাফল সামনে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিআরএস নেতা কেটি রামা রাও। দলের কার্যকরী সভাপতি কেটি রামা রাও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর ৭০এর থেকে বেশি আসন নিয়ে ফিরে আসবেন। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ২০১৮সালেও এক্সিট পোল ভুলভাল বলত। সেবারও বলত বিআরএস হারছে🦋। কিন্তু ফলাফল ত🌃ো অন্য় হল। খবর পিটিআই সূত্রে।
তিনি বলেন, আমি🌟 আপনাদের প্রমিস করছি যারা বিআরএসের বন্ধু ও যারা চান কেসিআর ফিরে আসুন তাদেরকে বলছি ৩ ডিসেম্বর দেখে নেবেন আমরাই ফিরছি। আমরা ৭০টির বেশি আসন নিয়ে ফিরব।
তিনি বলেন, এক্সিট পোলের নাম করে যারা আজগুবি সব তথ্য দিলেন আপনাদের মুখে ডিম ছুঁড়বে আর আপনাদের খ্য়াতিও নেমে যাবে। তিনি বলেন♒ আগে আমরা বলতাম ৮৮টা আসন পাব। কিন্ত মাঝে কিছু সমস্য়ার জন্য সেটা কমতে পারে।তিনি বলেন, এই ভবিষ্যতবাণী মিথ্য়ে হলে সমীক্ষক ফার্মগুলিকে ক্ষমা চাইতে হবে।
সেই সঙ্গেই তিনি নি𝔉র্বাচন কমিশনকেও একহাত নেন। তিনি বলেন, সাড়ে ৫টার সময়ই এক্সিট পোলের সমীক্ষা বের করে দিল।কিন্তু তখনও ভোটাররা লাইনে ছিলেন।
কিন্তু বুথ ফেরত সমীক্ষায় কী বলা হয়েছিল?
সিএনএনের সমীক্ষা বলছে, কংগ্রেসে তেলাঙ্গানায় ৫৬টি আসন পেতে পারে। ভা🍰রত রাষ্ট্র সমিতি পেতে পারে ৪৮টি আඣসন।
অধিকাংশ এক্সিট🐲 পোলের হিসেব বলছে বি😼আরএসকে টপকে যেতে পারে তেলাঙ্গানায়। খবর লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে। তেলেঙ্গানা বিধানসভার হিসাব অনুসারে ১১৯ সদস্য়ের বিধানসভায় সরকার গড়তে গেলে ৬০টি আসন লাগবেই। টিভি৯এর এক্সিট পোলের হিসাব বলছে, এবার তেলেঙ্গানা বিধানসভা ভোটে কংগ্রেস বিআরএসকে বলে বলে গোল দিতে পারে।
নিউজ ১৮ এক্সিট পোলের ফলাফল
নিউজ ১৮-সিএনএন এক্সিট পোলের ফলাফল বলছে তেলাঙ্গানা এবার যেতে পারে কংগ্রেসের দখলে। তবে সিএনএনের এক্সিট পোলের হিসাবꩵ বলছে তেলাঙ্গানায় এবার ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। কংগ্রেস এখানে ৫৬টি আসন পেতে পারে। আর বিআরএস পেতে পারে ৪৮টি আসন।
তবে বিআরএস নেতা উড়িয়ে দিয়েছে এই হিসেবকে। রীতিমতো তোপ দেগেছেন তিনি। তাঁর মতে, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর ৭০এর থেকে বেশি আসন নিয়ে ফিরে আসবেন। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ২০১❀৮সালেও এক্সিট পোল ꦍভুলভাল বলত। সেবারও বলত বিআরএস হারছে। কিন্তু ফলাফল তো অন্য় হল।