প্রিয়াঙ্কা দেব বর্মনভোটারদের মন ভেজাতে মুখ্য়মন্ত্রী পদে আদিবাসী মুখকে সামনে আনতে চাইছে সিপিএম। কিন্তু আদিবাসীদের জন্য কিছুই করেনি তারা। ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে রবিবার বাম-কংগ্রেস জোটকে এভাবেই তুলোধোনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পাশাপাশি ডবল ইঞ্জিন সরকারের পক্ষেও সওয়াল করেন তিনি। ত্রিপুরা নির্বাচনের প্রচারে গিয়ে এভাবেই বাম-কংগ্রেসকে নিশানা করলেন অমিত শাহ।তবে এনিয়ে সিপিএমের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।অমিত শাহ বলেন, ত্রিফলা ঝামেলা থেকে রেহাই পেতে ডবল ইঞ্জিন সরকার। ত্রিফলা ঝামেলা বলতে তিনি সিপিএম, কংগ্রেস ও তিপরা মোথার কথা উল্লেখ করেন।আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। তার আগে জমিয়ে প্রচার।শাহ বলেন, গত ৫ বছরে ত্রিপুরায় উন্নয়ন হয়েছে। প্রথমে বিপ্লব দেব, তারপর মানিক সাহার হাত ধরে এখানে উন্নয়ন হচ্ছে। তবে বহু বছর ক্ষমতায় থেকেও এখানে বামেরা কিছু করেনি। এখন মুখ্যমন্ত্রী মুখ হিসাবে একজন আদিবাসীকে সামনে আনতে চাইছে সিপিএম। তবে তারা জানে না এভাবে তারা আদিবাসী ভোট পাবে না।তবে কে সেই আদিবাসী মুখ তা নিয়ে তিনি কিছু জানাননি।অমিত শাহ বলেন, একলা বিজেপির সঙ্গে লড়তে পারবে না এটা জেনেই তারা বাম কংগ্রেসের জোট করেছে। যারা তাদের সমর্থকদের খুন করেছিল সেই সিপিএমের সঙ্গে জোট করেছে কংগ্রেস। তাদের এনিয়ে লজ্জা হওয়া দরকার। তারা সকলেই সমান। তারা শুধু দুর্নীতি করতে চায়। তারা উন্নয়ন চায় না। যদি ত্রিপুরায় উন্নয়ন চান তবে বিজেপিক ফের ক্ষমতায় ফিরিয়ে আনুন।এদিন অমিত শাহ বলেন, এখানে তিন ঝামেলার গটবন্ধন হয়েছে। কমিউনিস্ট, কংগ্রেস আর তিপরা মোথা। যদি এই তিন ঝামেলা থেকে মুক্ত হতে চান তবে বিজেপিকে ক্ষমতায় আনুন। তবে ডবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনুন।তিনি বলেন ২৭ বছর পরে সিপিএম পরিচালিত সরকারের হাত থেকে মুক্ত হয়েছে ত্রিপুরা। সেই সিপিএমকে আর ফিরিয়ে আনবেন না।এদিকে এবার আসন সমীকরণের নিরিখে ত্রিপুরায় ৫৫টি আসনে প্রাথী দিয়েছে বিজেপি। তাদের সহযোগী আইপিএফটি ৬টি আসনে লড়বে।বামেরা লড়ছে ৪৭টি আসনে। ১৭টি আসনে রয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ২৮টি আসনে প্রার্থী দিয়েছে।এদিন ত্রিপুরার নানা উন্নয়নের কথা তুলে ধরেন অমিত শাহ। তিনি জানিয়েছেন, মোদীর নেতৃত্বে গোটা উত্তরপূর্ব জুড়ে শান্তি ফিরে এসেছে।