পশ্চিমবঙ্গের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনার তদন্তে রবিবার নিমতিতা স্টেশনে যান ADG সিআইডি অনুজ শর্মা। রবিবার দুপুরে প্রায় ৩০ মিনিট নিমতিতা স্টেশনে ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। তবে তদন্তের ব্যাপারে মুখ খুলতে চাননি তিনি। ওদিকে এদিনও স্টেশনে IED-র অংশবিশেষ উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে গোয়েন্দাসূত্রে। এদিন দুপুরে নিমতিতা স্টেশনে পৌঁছে প্রায় ৩০ মিনিট ধরে ঘটনাস্থল ঘুরে দেখেন অনুজ শর্মা। সঙ্গে ছিলেন সিআইডির পদস্থ আধিকারিকরা। কোন জায়গা দিয়ে জাকির হোসেন প্ল্যাটফর্মে ঢুকেছিলেন। কোথায় বিস্ফোরণ হয়েছে সব ঘুরে দেখেন তিনি। এর পর কথা বলেন সেই সময় কর্তব্যরত রেলকর্মী ও আধিকারিকদের সঙ্গে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে তা নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। অনুজ শর্মা বলেন, ‘আমাদের টিম ভাল কাজ করছে। তদন্ত ঠিক দিকে এগোচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’জাকির হোসেনের ওপর হামলার পর ৫ দিন পার হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি গোয়েন্দারা। এমনকী হামলার কারণ সম্পর্কেও আভাস দিতে পারেনি তারা। ওদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, সীমান্তের কাছাকাছি নিমতিতা স্টেশনে যে ধরণের বিস্ফোরণ হয়েছে তাতে বাংলাদেশি জঙ্গিযোগ রয়েছে বলে মনে হচ্ছে। তাই এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত।