ভিক্টোরিয়ায় নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগানের প্রতিবাদে বক্তব্য রাখেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’ বলে তাঁর সংক্ষিপ্ত প্রতিবাদমূলক বক্তব্য শেষ করেন। এবার মমতার ‘জয় বাংলা’ স্লোগানকেই হাতিয়ার করে তাঁকে আক্রমণ করলেন বিজেপি–র আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গে বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য।রবিবার একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় ‘পিসি’ নামে কটাক্ষ করে অমিত মালব্য লিখেছেন, ‘গতকাল ‘পিসি’ স্লোগান তুলেছিলেন ‘জয় বাংলা’। তিনি কি জানেন এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনি ছিল? শেখ মুজিবুর রহমান যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তাতে ব্যবহার করা হয়েছে ‘জয় বাংলা’ স্লোগানের।’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাই অমিত মালব্যর প্রশ্ন, ‘মমতা কার কাছ থেকে স্বাধীনতা চাইছেন?’তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কালকের অনুষ্ঠানে তাঁর সাম্প্রদায়িক রাজনীতির ভাবধারাকেই তুলে ধরেছেন। কেন এই কথা বললেন অমিত মালব্য? তাঁর বক্তব্য, ‘প্রধানমন্ত্রী যখন মঞ্চে হাজির হন তখনও স্লোগান দেওয়া হয়। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় শুরু হয় স্লোগান দেওয়া। কিন্তু খারাপ লেগে গেল ‘পিসি’রই। রাজ্য সরকারের অনুষ্ঠানে তিনি কালমা (মুসলিম ধর্মালম্বীদের ধর্মীয় কথা) পড়তে পারেন কিন্তু ‘জয় শ্রী রাম’ স্লোগানেই সমস্যা?’ একইসঙ্গে এদিন অমিত মালব্য একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সরকারি অনুষ্ঠানে মুসলিমদের ধর্মীয় কিছু শব্দবন্ধ বলছেন। আর এক টুইটে অমিত মালব্য লিখেছেন, ‘যে অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন না সেখানে ‘বন্দেমাতরম’, ‘ভারতমাতা কি জয়’ এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয়েছে— এর মধ্যে কোন স্লোগানে অপমানিত হলেন ‘পিসি’? ভারতীয় আধ্যাত্মিক চেতনার কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন ভগবান রাম। তাতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও অসুবিধা? তিনিই এই প্রশ্নর উত্তর দিক।’