একের পর এক নেতাকে ইডি–সিবিআই তলব করা শুরু করেছে। আগামী ২৭ মার্চ থেকে বাংলায় শুরু হয়ে যাচ্ছে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের সূতিকালগ্নে ফের একবার তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে তলব করল ইডি৷ তিনি এবার কামারহাটির প্রার্থী। সূত্রের খবর, আগামী ১৮ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে কামারহাটির এই তৃণমূল কংগ্রেস প্রার্থীকে৷ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, এভাবে নির্বাচনের আগে ভয় ধরাতে এসব করা হচ্ছে।জানা গিয়েছে, এদিন আরও এক তৃণমূল কংগ্রেস নেতা সমীর চক্রবর্তী সারদা কাণ্ডে ইডি দফতরে হাজিরা দেন৷ কয়েকদিন আগে আর এক তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকেও হাজিরা দিতে হয় ইডি দফতরে৷ সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে তেতে উঠেছে রাজ্য–রাজনীতি। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে এসেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই সক্রিয় হচ্ছে ইডি–সিবিআই বলে অভিযোগ শাসকদলের। সারদা কাণ্ডে জেল থেকে জামিনে থাকাকালীন একাধিকবার ইডি–সিবিআই মদন মিত্রকে তলব করেছে৷ প্রত্যেকবারই হাজিরা দিয়েছেন তিনি৷ এবার প্রার্থী হওয়ার পর ফের নির্বাচনের আগে ইডি তাঁকে তলব করায় বিষয়টি রাজনৈতিক স্বার্থ দেখছে শাসকদল৷ কারণ তৃণমূল কংগ্রেস বারবারই অভিযোগ করেছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে৷ উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় সারদা কাণ্ডে গ্রেফতার হয়ে জেলবন্দি ছিলেন মদন মিত্র৷