উর্ধ্বমুখী করোনাভাইরাস সংক্রমণের জেরে শেষ দু'দফার ভোটগ্রহণ একসঙ্গে হোক। এমনই আর্জি জানিয়ে বাংলায় ভোটের দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনে চিঠি লিখছেন বলে সূত্রের খবর। তবে সেজন্য বাড়তি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলেও জানানো হয়েছে। বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন, গত সপ্তাহে সেই চিঠি কমিশনে গিয়েছে। তবে এখনও বিষয়টি নিয়ে কমিশনের তরফে কোনও জবাব মেলেনি।এক আধিকারিক বলেছেন, ‘এই মুহূর্তে বাংলায় ১,০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে। পরবর্তী দুটি দফার ব্যবধান কম। ফলে সেখানে কিছু করা যাবে না। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির বিষয়ে অবগত হওয়ায় আমরা শেষ দুটি দফার ভোট একসঙ্গে করার পরামর্শ দিয়েছি। সেজন্য আমাদের বাড়তি ৫০০ কোম্পানি বাহিনীর প্রয়োজন আছে।’সূত্রের খবর, চিঠিতে জানানো হয়েছে যে করোনাভাইরাস মহামারীর মধ্যে ভোটের আয়োজন করতে কীভাবে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, বাংলার বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে নিজেদের রিপোর্টে উল্লেখ করেছেন যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কমপক্ষে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেইসঙ্গে করোনায় আক্রান্ত হওয়ার পর দু'জন প্রার্থীর মৃত্যুর বিষয়টাও রিপোর্টে জানিয়েছেন। ওই নির্বাচন আধিকারিক বলেন, ‘আমরা ভলোমতোই জানি যে পরিস্থিতি কতটা গুরুতর। কিন্তু আইন-শৃঙ্খলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওরা (কমিশন) যদি আমাদের বাড়তি ৫০০ কোম্পানি বাহিনী দিতে পারে, তাহলে আমরা সব পোলিং বুথের নিরাপত্তা নিশ্চিত করতে পারব।’ সেই চিঠির পর আপাতত কমিশনের কোর্টে বল আছে। তবে বিষয়টি নিয়ে কমিশনের মুখপাত্রের সঙ্গে ‘হিন্দুস্তান টাইমস’-এর তরফে যোগাযোগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, শেষ দুটি দফা একসঙ্গে করে দেওয়ার কোনও প্রস্তাব আসেনি।