💫এই বিধানসভায় তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ রায়। অন্যদিকে, বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন শ্যামাপদಞ মণ্ডল। বেলা ৩.৪০-র সময় ৩২০০ ভোটে এগিয়ে আছে বিজেপি। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়াচ্ছেন সিপিআইএমের শিবনাথ পাল।
তবে এরপরেই ✅ট্রেন্ড অনেকটা ঘুরে যায়। রাত অবধি পাওয়🌞া খবর অনুযায়ী, ১৩ হাজার ভোটে এগিয়ে শাসক দল। শেষ পর্যন্ত ১২০৭৫ ভোটে জিতলেন অভিজিৎ।
বীরভূম জেলা হল এই রাজ্যের একটি প্রশাসনিক একক। জেলাটি বর্ধমান বিভাগের অন্তর্গত৷ এই জেলার সদর দফতর সিউড়ি শহরে অবস্থি𝓰ত। বোলপুর, রামপুরহাট ও সাঁইথিয়া এই জেলার অপর তিনটি প্রধান শহর। বীরভূম জেলার পশ্চিমে ঝাড়খণ্ডের জামতাড়া, দুমকা ও পাকুড় জেলা ও অপর ﷺতিনদিকে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা অবস্থিত।
বীরভূমকে বলা হয় ‘রাঙামাটির দেশ। এই জেলার ভূ-সংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় একটু আলাদা। জেলাট൲ির পশ্চিমাঞ্চল ছোটোনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজম𒐪িতে।
ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র বীরভূম জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এখন উন্মুক্ত কিন্তু আগে তফসিলি জাতির জন্য সংরক্ষিত ছিল। এই কেন্দ্রটি ময়ূরেশ্বর-১ সমষ্টি উন্নয়ন ব্লক, ময়ূরেশ্বর-২ সমষ্টি উন꧙্নয়ন ব্লকগুলির অন্তর্গত। ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রটি বোলপুর ল♉োকসভা কেন্দ্রের অন্তর্গত।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিজিৎ রায় জিতেছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৯ হাজার ২১০৷ দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের অরূপ বাগ। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৫০ হাজার ৪৪০৷ তৃণমূল প্রার্থী অভিজিৎ রায় তাঁর নিকট𓆉তম প্রতিদ্বন্দ্বী সিপিএমের অরূপ বাগকে ৩৮ হাজার ৭৭০ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে সিপিআইএমে’র অশোককুম📖ার রায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের জটিল মণ্ডলকে পরাজিকরেছিলেনেন।
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমে’র সাধুচরণ বাগদি ময়ূরেশ্বর (তফসিলি জাতি) বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুভাষচন্দ্র মণ্ডলকে পরাজিত করেছিলেন তিনি। ২০০১ সালে সিপিআইএমে’র বিষ্ণু লেট, তৃণমূল কংগ্রেসের কে🎉ষ্টপদ বাগদিকে এই আসনে পরাজিত করেছিলেন। আবার ১৯৯৬ সালে সিপিআইএমে’র ধীরেন লেট, বিজেপির অর্জুন সাহা, ১৯৯১ সালে বিজেপির অজয় সাহা, ১৯৮৭ ও ১৯৮২ সালে কংগ্রেসের/আইসিএসের কমলাকান্ত মণ্ডলকে পরাজিত করেছিলেন। এর আগে ১৯৭৭ সালে সিপিআইএমে’র পঞ্চানন লেট, জনতা পার্টির গুণকর মণ্ডলকে পরাজিত করেছিলেন।
১৯৭১—৭২ সালে সিপিআইয়ের লꦫালচাঁদ ফুলমালিꦛ এই আসনে জয়ী হয়েছিলেন। তার আগে ১৯৬৯ সালে সিপিআইএমে’র পঞ্চানন লেট এই আসন জিতেছিলেন। ১৯৬৭ সালে কংগ্রেসের কানাইলাল সাহা এই আসনে জিতেছিলেন। তার আগে ১৯৬২ সালে সিপিআইয়ের গোবর্ধন দাস ময়ূরেশ্বর আসনে জিতেছিলেন। কিন্তু তার আগে অবস্য এই কেন্দ্রটি ছিল না।