তৃণমূলের ‘বহিরাগত’ প্রচারের𓂃 ফলে ভিনরাজ্যে গিয়ে বিপদের আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গের প্রবাসী শ্রমিকরা। শনিবার দলের নির্বাচনী সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।
বিধানসভা ভোটে বিজেপিকে রুখতে ‘বাঙালি বনাম বহিরাগত’ ইস্যুকে হাতিয়ার💎 করেছে তৃণমূল। বিজেপির কেন্দ্রীয় নেতাদের ‘বহিরাগত’ বলে দাগিয়েছে তারা। বাদ ꦿযাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিজেপির দাবি, তৃণমূলের এই প্রচারে আশঙ্কায় ভুগছেন প্রবাসী শ্রমিকরা।
এদিন শমীকবাবু বলেন, ‘আমাদের মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা থেকে প্রবাসী শ্রমিকরা ফোন করছেন। তারা ভিনরাজღ্যে থাকতে আশঙ্কা প্রকাশ করছেন। তৃণমূলের যে ভাবে অবাঙালিদের বহিরাগত বলে প্রচার করছে তাতে আশঙ্কিত তারা।’
শমীকবাবু বলেন, ‘এরাজ্যে লগ্নি আনতে পারেনি তৃ♛ণমূল। যে শিল্পপতিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ভাল ভাল কথা বলেছেন তারাই রাজ্য থেকে বিনিয়োগ সরিয়ে নিয়ে গিয়েছেন। ১০০ দিনের কাজেও দুর্নীতি। তাতে সংসার চলে না। ফলে পরিবার প্রতিপালন করতে ভিনরাজ্যে যেতে বাধ্য হয়েছেন প্রবা🐽সী শ্রমিকরা। এবার সেখানেও তাঁদের উপার্জন বন্ধ করতে চাইছে তৃণমূল।’
বিজেপির দাবি, তৃণ⛦মূলের বহিরাগত প্রচারের ফলে ভিনরাজ্যে কাজ হারাতে পারেন প্রবাসী শ্রমিকরা। সরকারি দল🅘ের এই ধরণের কাণ্ডজ্ঞানহীন প্রচারে হিংসার শিকার হতে পারেন তাঁরা।