এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজেন্দ্রপ্রসাদ সিং। অন্য দিকে, বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন তাপসকুমার যাদব। বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুল🀅ার ফ্রন্টের (আইএসএফ) তরফে দাঁড়াচ𝓰্ছেন ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়।
বীরভূম জেলা হল এই রাজ্যের একটি প্রশাসনিক একক। জেলাটি বর্ধমান বিভাগের অ𒀰ন্তর্গত সর্ব উত্তরের জেলা৷ এই জেলার সদর দফতর সিউড়ি শহরে অবস্থিত। বোলপুর, রামপুরহাট ও সাঁইথিয়া এই জেলার অপর তিনটি প্রধান শহর।
বীরভূম জেলা হল এই রাজ্যের একটি প্রশাসনিক একক। জেলাটি বর্ধমান বিভাগের অন্তর্গত৷ এই জেꦏলার সদর দফতর সিউড়ি শহরে অবস্থিত। বোলপুর, রামপুরহাট ও সাঁইথিয়া এই জেলার অপর তিনটি প্রধান শহর। বীরভূম জেলার পশ্চিমে ঝাড়খণ্ডের জামতাড়া, দুমকা ও পাকুড় জেলা ও অপর তিনদিকে মুর্শিদাবা🍸দ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা অবস্থিত।
বীরভূমকে বলা হয় ‘রাঙামাটির দেশ। এই জেলার ভূ-সংস্থান ও ꧂সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় একটু আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটোনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
নলহ👍াটি বিধানসভা কেন্দ্র বীরভূম জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রটি নলহাটি-১ সমষ্টি উন্নয়ন ব্লক, কুশমোর-১, কুশমোর-২ ও রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতগুলি মুরারই-২ সমষ্টি উন্নয়ন ব্লকগুলির অন্তর্গত। ♛নলহাটি বিধানসভা কেন্দ্রটি বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প🥂্রার্থী মইনুদ্দিন শামস জিতেছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৮৩ হাজার ৪১২৷ দ্বিতীয় স্থানে ছিলেন ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়। তাঁর প্রা♓প্ত ভোট সংখ্যা ছিল ৭৩ হাজার ৮৪৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী মইনুদ্দিন শামস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়কে ১০ হাজার ৩২৮ ভোটে পরাজিত করেছিলেন।
২০০৬ সালের বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায় নলহাটি কেন্দ্র থেকে জয়ী হযেছিলেন। ✅তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আবদুল ওয়ালে মোল্লাকে পরাজিত করেছিলেন তিনি।২০০১ ও ১৯৯৬ সালে ফরওয়ার্ড ব্লকের কালিমুদ্দিন শামস কংগ্রেসের শরিফ হোসেনকে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৯১ সালে ফরওয়ার্ড ব্লকের সত্তিককুমার রায় বিজেপির মদনমোহন মণ্ডল, ১৯৮৭ সালে কংগ্রেসের বৃন্দাবন সাহা ও ১৯৮২ সালে কংগ্রেসের শচীনানন্দন সাউকে পরাজিত করেছিলেন।
১৯৭৭ সালে ফরওয়ার্ড ব্লকের ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায়, কংগ্রেসের অভয়চরণ দাসকে এই আসনে পরাজিত করেছিলেন। ১৯৭২, ১৯৭১, ১৯৬৯ ও ১৯৬৭ সালে পর পর ৪ বার নির্দলের গোলাম মহিউদ্দিন এই আসনে জিতেছিলেন। আবার ১৯৬২ সালে কংগ্রেসের শির🎶োমণি প্রসাদ এখানে জিতেছিলেন। ১৯৫৭ সালে নলহাটি কেন্দ্রে যৌথ আসন ছিল। কংগ্রেসের মহম্মদ ইয়াকুব হোসেন ও শিশিরকুমার সাহা উভয়ই নলহাটি যৌ🥂থ কেন্দ্র থেকে জিতেছিলেন। ১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনে কংগ্রেসের মহম্মদ ইয়াকুব হোসেন জয়লাভ করেছিলেন।