উত্তরবঙ্গ উন্নয়ন দফতর কার হাতে থাকবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে উঠেছিল। প্রাক্তন উত্তরবঙ্গউন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবার পরাজিত হয়েছেন নাটাবাড়ি আসন থেকে। অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষের আগে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব সামলাতেন গৌতম দেব। এরপর তাঁর উপর পড়েছিল পর্যটনমন্ত্রীর দায়িত্ব। কিন্তু এবার তিনিও হেরেছেন ডাবগ্রাম ফুলবাড়ি আসন থেকে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে নানা চর্চা হচ্ছিল গত কয়েকদিন ধরেই। এবার যাবতীয় জল্পনায় জল ঢেলে খোদ মুখ্যমন্ত্রী সেই দফতরের দায়িত্ব একেবারে নিজের হাতে রাখলেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এতদিন সাধারণত উত্তরবঙ্গের বাসিন্দা কাউকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়ার একটা রেওয়াজ রয়েছে। এবার তার কিছুটা অন্যথা হয়েছে। তবে মোটের উপর খোদ মুখ্যমন্ত্রীর হাতে এই দায়িত্ব থাকায় স্বস্তি পেয়েছেন অনেকেই। এর সঙ্গেই আরও একটি প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তবে কি উত্তরের কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুখ্যমন্ত্রী? এনিয়ে অবশ্য মুখ খুলতে চাননি তৃণমূল নেতৃত্ব।তবে তাৎপর্যপূর্ণভাবে মালদার সাবিনা ইয়াসমিনকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে দেওয়া হয়েছে।তবে তৃণমূলের একাংশের মতে, ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গের উন্নয়নে বাড়তি নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীত্ব অন্যের হাতে থাকলেও নেত্রী সবসময়ই নজর রাখতেন উত্তরবঙ্গের উন্নয়নের দিকে। এবার সরাসরি তিনিই তুলে নিলেন দফতরের দায়িত্ব। এতে উত্তরের উন্নয়ন আরও তরাণ্বিত হতে পারে। অন্যদিকে এই দফতরকে ঘিরে দ্বন্দ্ব, মনোমালিন্যও মাথাচাড়া দিতে পারত দলের একাংশের মধ্যে। এবার সেই সম্ভাবনাও আর রইল না।