বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে ধুন্ধুমার কাণ্ড উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। অভিযোগ, অনুমতি থাকলেও বিজেপির রথ আটকায় পুলিশ। এর পরই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তাদের হঠাতে ২ বার লাঠি চালায় পুলিশ। এদিন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বারাকপুরের দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছিল বিজেপির রথ। পথে কাঁপা মোড়ে ব্যারিকেড করে রথ আটকায় পুলিশ। পুলিশের দাবি, রথযাত্রার কোনও অনুমতি নেই বিজেপির কাছে। পালটা অনুমতি রয়েছে বলে দাবি করেন বিজেপি নেতারা। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর পুলিশের ব্যারিকেড ভেঙে রথ নিয়ে এগোতে যান বিজেপি কর্মীরা। তখন লাঠি চালায় পুলিশ। কিছুক্ষণ পর ফের জমায়েত হয়ে রথ নিয়ে এগোনোর চেষ্টা করে বিজেপি। ফের পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। পুলিশের লাঠির ঘায়ে ২২ জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তার মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এর পর কাঁচরাপাড়ার বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে বিজেপি। তাতে অবরুদ্ধ হয়ে পড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সড়ক। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বভাবিক হয়।