শাসকদলের টিকি🉐টে পার হতে হবে ভোট বৈতরণী। তার ওপরে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ফলে রাজ্যজুড়ে প্রচারে কোথাও ফাঁক রাখতে চাইছেন তৃণমূল প্রার্থীরা। তাই বলে নিজের দলের বিধায়ক – সাংসদকেই চোর বলে আক্রমণ! তেমনই কাণ্ড ঘটিয়েছেন হুগলির পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপ যাদব।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে পুরশুড়ার তৃণমূল প্রার্𝓰থী দিলীপ যাদব স্থানীয় বিধায়ক নুরুজ্জামান ও সাংসদ অপরূপা পোদ্দারকে চোর বলছেন। দলীয় সূত্রের খবর, গত রবিবার নিমডাঙা এলাকায় প্রচারে গ🤡িয়ে একথা বলেন তিনি।
ভিডিয়োতে দিলীপ যাদবকে বলতে শোনা যায়, ‘আমি নুরুজ্জামানের মতো চোর না আর অরপরূপার মতো চোর না'।&nb🦹sp;
গত লোকসভ♈া নির্বাচনে কয়েক হাজার ভোটে আরামবাগ আসনটি জেতে তৃণমূল। ওই ꦦকেন্দ্রেরই অন্তর্গত পুরশুড়া। বিজেপির দাবি গুনতিতে কারচুপি করে ওই কেন্দ্র দখল করেছে তৃণমূল।