সোমবার সকাল সকাল ভবানীপুর মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী। বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি, তাতে আমরাই জিতছি। বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেছি, রাজ্যের স্পন্দন অনুভব করতে পারছি। প্রত্যয়ের সঙ্গে তিনি বলেন,' ২রা মে দিনের আলোর মতো সব পরিষ্কার হয়ে যাবে। আজ আমরা সপ্তম দফায় এসে হাজির হয়েছি। ২০০ আসনে ভোট হয়ে গিয়েছে। জ্ঞান, অভিজ্ঞতা থেকে যা জানতে পারছি সেই ফলাফলে আমি অনেকটাই আত্মবিশ্বাসী। তৃণমূল আবারও জিতছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসছেন।আমি আশ্বস্ত করতে পারি, আমরাই জিতছি। এখন সংখ্যা বাড়ানোর দফা। কীভাবে আসন বাড়ানো যায় সেদিকেই আমাদের নজর থাকছে। গণদেবতার উপর আমাদের আস্থা রয়েছে'। একদিকে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী, অন্যদিকে কোভিড পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'শুধু বাংলায় নয়, গোটা দেশে কোভিড পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। দেশের প্রধানমন্ত্রী ভ্যাকসিন, অক্সিজেন দান করেছেন যেখানে নিজের দেশেই এর আকাল রয়েছে। দেশের মানুষের জন্য পদক্ষেপ নেওয়া দরকার। দশটা রাজ্য নিয়ে যে বৈঠক ডাকা হল, তাতে বাংলাকে ডাকা হল না। তার মানে কী এটা ধরে নিতে হবে রাজ্যে পরিস্থিতি ভালো। একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেবে বলে মানুষের অসুবিধা করে আটটি দফায় নির্বাচন করা হচ্ছে।'