নির্বাচনের ফলপ্রকাশের পর রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলল বিজেপি। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘আমরা শান্তি চাই। মাননীয়াকে বলবো হিংসা বন্ধ করতে তৎপর হতে।’বিজেপির দাবি, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে বিজেপির হেস্টিংস অফিসের সামনে বিজয়োৎসব করেছে তৃণমূল। রবিবার ফলপ্রকাশের পর আরামবাগে তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায় তৃণমূল। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় কার্যালয়ে। সিউড়িতে বিজেপির মিডিয়া সেলের কর্মীর বাড়িতে হামলা হয়েছে। বাড়ি লুঠ করা হয়েছে। তার বাড়ির সামনে রাখা ট্রাক্টরটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে, নিগ্রহ করা হচ্ছে। জয়প্রকাশবাবু বলেন, ‘বাংলা যেন হিংসা থেকে মুক্তি পায়। এই রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রকাশ্যে বার্তা দিন। রাজ্য সরকার যেন কোনও ভাবে এই হিংসা মেনে না নেয়।’এদিন ভোটের ফলপ্রকাশের পর বীরভূমের ইলামবাজার থেকে এক বিজেপি কর্মীর মৃত্যুর খবর মিলেছে। গৌতম সরকার নামে ওই বিজেপি কর্মীকে তৃণমূলের দুষ্কৃতীরা পিটিয়ে মেরেছে বলে অভিযোগ পরিবারের।