সদ্য মিটেছে রাজ্যে পঞ্চায়েত ভোট। ভোটের পর একাধিক জায়গায়ℱ বহু ভিন দলের জয়ী প্রার্থীকে তৃণমূলে যোগ দিতে দেখা গিয়েছে। অনেকেই এই 'বাইরন মডেল' ঘিরে কটাক্ষের সুর তুলেছেন তৃণমূলের দিকে। এবার ঘটনা মুর্শিদাবাদের শমসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যকে ঘিরে। সেখানে শমসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য পায়েল দ🏅াস কংগ্রেসের টিকিটে জিতলেও তিনি জয়ের পর যোগ দিলেন তৃণমূলে।
ভোটের ফল বেরিয়েছে মঙ্গলবার। সেদিন ফলাফলের ঘোষণায় জানানো হয়, কংগ্রেসের টিকিটে জেতেন পায়েল। আর বৃহস্পতিবারই শমসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য পায়েল দাস কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। এদিন দুপুরে শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা। ভোটের ফলাফল প্রকাশের পর ৪৮ ঘণ্টার মধ্যে এই দল বদল নিয়ে তোলপাড় অধীরগড়ের মুর্শিদাবাদের শমশেরগঞ্জ। তৃণমূলের দিকে কটাক্ষ বাণ নিক্ষেপ করতে ছাড়ছে না কংগ্রেস। এদিন, দলবদলের যে ছবি দেখা গিয়েছে, তাতে পায়েল দাস তাঁর স্বামীর সঙ্গে এসে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের পতাকা যেমন হাতে তলেন পায়েল, তেমনই তা হাতে তুলে নেন তাঁ🌱র স্বামী। পায়েল বলছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ দিলাম।' কংগ্রেস ছেড়ে পায়েলের এই যোগদানের ফলেꦫ শমশেরগঞ্জের ভোট পরিসংখ্যান কোন দিকে গেল দেখা যাক।
মুর্শিদাবাদের শমশের𒉰গঞ্জের পঞ্চায়েত সমিতির ভোট-গণিত:-
পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা মুর্শিদাবাদের শমশেরগঞ্জে ২৭টি। তৃণমূল এরমধ্🍎যে জিতেছে ২১ টিতে।৫টিতে কংগ্রেস জিতেছে এবং বিজেপি ১টি আসনে জিতেছে। এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতির পদ তফসিলি জাতির মহিলা পদের জন্য সংরক্ষিত। এদিকে, তৃণমূলে যে বিজয়ী ২১ জন, সেখানে একজনও মহিলা সদস্য তফশিলি জাতি থেকে নেই। একমাত্র ১৪ নম্বর আসনে জয়ী পায়েল মহিলা এবং তিনি 🐷তফশিলি জাতির প্রতিনিধি। এদিকে, এর আগে সভাপতি পদ নিয়ে জল্পনা ছিলই শাসকদলের অন্দরে। সেই জায়গায় পায়েলের যোগে এই সমস্যা ঘিরে বরফ খানিকটা গলে গেল বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার আমিরুলের বাড়ি যান পায়েল। সেখানেই তিনি তাঁর স্বামীর সঙ্গে তৃণমূলে যোগ দেন। শমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন, পায়েলকে তৃণমূল স্বাত জানাচ্ছে। এদিকে, অই য𓂃োগদান ঘিরে অধীর গড়ের কংগ্রেস শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। স্থানীয় জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলছেন,'নোংরা রাজনীতি করছে তৃণমূল।'