উৎপল পরাশর
ভোটপর্ব মিটে গিয়েছে।এক্সিট পোল নিয়েও নানা চর্চা। তবে এবার ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে মন্তব্য করলেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন ত্রিপুরা, নাগাꦅল্যান্ড ও মেঘালয়ে বিজেপি ও তার সহযোগী দল ক্ষমতায় ফিরছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, কোনও টেনশনের ব্যাপার নেই। তিনটি রাজ্যেই আমাদ✱ের সরকার ক্ষমতায় ফিরছে। এর আগে ন্যাশানাল ডেমোক্র্য়াটিক অ্য়ালায়েন্স( এনডিএ) সরকার গঠন করেছিল। এবারও ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে।
তিনি জানিয়েছেন এনডিএ হিসাবেই সমস্ত সরকার ফিরে আসবে। কোথাও টিএমসি বা কংগ্রেসের কোনও ব্যাপার নেই। ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী হবে। নাগাল্যান্ডে আমাদের সহযোগী এনডিপিপি নেতৃত্ব দেবে। মেঘালয়ে কতগুলি আসন আমরা পাচ্ছি তার উপর গোটা পরিস্থি﷽তিটা নির্ভর করবে।
এদিকে ২০১৮ সালে প্রথমবার ত্রিপুরায় ক্ষমতায় এসেছিল বিজেপি। আইপিএফটির সঙ্গে হাত ধরে তারা ক্ষমতা দখল করে। সেই একই সহযোগীর সঙ্গে এবারও হাত মিলিয়ে লড়েছে বিজেপি। নাগাল্যান্ডে এনডিপিপি ও বিজ♎েপির পরস্পর বোঝাপড়়া করে লড়াই করেছে। মেঘালয়ে এনপিপির ছোট সহযোগী হিসাবে রয়েছে বিজেপি। ত♛বে এবার দুই পার্টিই স্বাধীনভাবে লড়াই করেছে।
এদিকে সোমবার একাধিক বুথ ফেরৎ সমীক্ষার কথা সামনে এসেছে। সেই সমীক্ষা অনুসারে দেখা যাচ্ছে ন🏅াগাল্যান্ড ও ত্রিপুরায় বিজেপি ও তার সহযোগী শক্তি একযোগে ক্ষমতা দল করতে পারে। অন্যদিকে মেঘালয়ের জন্য ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে বলে মনে করা হচ্ছে। ত্রিপুরার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে তিপরা মোথার উত্থান এবার হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে এক্সিট পোলের হিসাব যদি মিলে যায় তবে ত্রিপুরায় ফের ক্ষমতায় আসতে পারে বিজেপি। মেঘালয়ের ক্ষেত্রে এনপিপি একক শক্তি হিসাবে উঠে আসতে পা🌳রে। তবে এর সঙ্গেই ত্রিশঙ্কু বিধানসভার কথাও💙 বলা হচ্ছে। কিন্তু তৃণমূলের ফল কতটা সুবিধাজনক হতে পারে?
এনিয়ে তিনটি এক্সিট পোলের হিসাব বಌলছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে মেঘালয়ে কিছুটা হলেও ভালো ফল পেতে পারে তৃণমূল। কিন্তু বাস্তবে সেটা কতটা হবে তার জন্য় অপেক্ষা করতে হবে ফলাফল ঘোষণা হওয়া ꦆꦍপর্যন্ত।
পাঁচ বছর আগে নাগাল্যান্ডে এনডিপিপি-বিজেপি জোট ৪০: ২০ ফর্মুলাতে লড়েছিল। ৪০টি আসন ছিল এনডিপিপি ও ২০টি আসনে লড়𝔍েছিল বিজেপি। এবারও সেই ধরনের ফর্মুল𝓡া প্রয়োগ করা হয়েছে।