দেশের কোভিড পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। প্রতিদিনই পরিস্থিতি কঠিন হচ্ছে আরও। করোনা আক্রান্তদের সংখ্যা রেকর্ড সীমা পার করে ফেলার সঙ্গে বাড়াচ্ছে প্রাণহানিও। মৃত্যু মিছিলের সঙ্গে হাহাকার বাড়ছে অক্সিজেন সিলিন্ডার ও হসপিটাল বেডের জন্য। এই ভয়াল সময়ে জনসাধারণের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ ও নানা প্রতিষ্ঠান। ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক দেশ। এমনই আশ্বাস দেওয়ার এক উদ্যোগ একসঙ্গে জোট বেঁধেছেন হলিউড সেলেবরা। এবার তাঁদের সঙ্গে হাত মেলালেন হৃত্বিক রোশন। ওই হলিউড তারকাদের প্রধান লক্ষ্য ভারতের কোভিড আক্রান্তদের সাহায্যার্থে যতটা সম্ভব ত্রাণ সংগ্রহ করা। যত দ্রুত সম্ভব ভারতবাসীদের এই করোনা পরিস্থিতি থেকে মুক্ত করা প্রয়োজনীয় সাহায্য দিয়ে। তাই পর্দার বাইরেও বাস্তব জীবনে এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে তাঁরা হয়ে উঠছেন 'নায়ক'. এবার এই ব্যাপারে সামিল হলেন হৃত্বিকও। ওই করোনা ত্রাণ তহবিলে নিজের সাধ্যমতো দেন করলেন এই প্রখ্যাত ভারতীয় অভিনেতা। বিখ্যাত লেখক জয় শেট্টির করা একটি ট্যুইটের মাধ্যমে জানা গেছে এই তহবিলে ১৫ হাজার মার্কিন ডলার দিয়েছেন হৃত্বিক! জানা গেছে,এখনও পর্যন্ত ৩.৬৮ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা সম্ভব হয়েছে ওই তহবিলে। জনসাধারণের উদ্দেশে জয় শেট্টি জুড়েছেন, 'এইমুহূর্তে যতটা সম্ভব আরও সাহায্য প্রয়োজন। তাই যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করুন।' এই উদ্যোগে হৃত্বিকের সঙ্গে সামিল রয়েছেন শন মেন্ডেস,উইল স্মিথ,জাডা স্মিথ-এর মতো বিখ্যাত হলিউড তারকারা।