আবারও বিতর্কে জড়ালেন স্বরূপ বিশ্বাস। জানা গিয়েছে তাঁর নামে ২৩৩ জন 🃏পরিচালকꦬ সরব হয়েছেন। আলিপুর নিম্ন আদালতে ২৩৩ কোটি টাকার মানহানির মামলা ঠুকেছেন তাঁরা। কিন্তু কেন? কী ঘটিয়েছেন ফেডারেশনের সভাপতি?
কী ঘটেছে?
সেই যে বিতর্ক শুরু হয়েছিল ফেডারেশন আর ডিরেক্টরস গিল্ডের সে যেন আর মিটছে না। রাহুলকে ব্যান করায় সমস্যার সূত্রপাত। মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় সেই জটিলতা মিটলেও অরিন্দম শীলের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ উঠতেই ফের উসকে যায় দুই পক্ষের সমস্যা। এবার টলিউডের ২৩৩ জন পরিচালক ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নামে মানহানির মামলা ঠুকলেন তাও ২৩ কোটি টাকার! কেন? পুজোর আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বাংলা বিনোদন জগতে যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশই ছবির পরিচালক। এমন মন্তব্য করার পরই পরিচালকরা তখনই প্রতিবাদ জানান। এবার মান🦹হানির মামলা করা হল।
আরও পড়ুন: তন্ময়ের আচরণই 'বন্ধুসুলভ'? অভি🍸যোগ উঠতেই শ্রীলেখা বললেন, 'আমার কখন🌜ও ব্যাড টাচ মনে হয়নি'
কারা কারা রয়েছেন মামলাকারীদের মধ্যে?
জানা🌳 গিয়েছে সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ মোট ২৩৩ জন পরিচালক আছেন। তবে রাজ চক্রবর্তীও এই মামলাকারীদের অন্যতম কিনা জানা যায়নি।
তবে এই মামলা করার ༒বিষয়𒁃টা ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন নিশ্চিত করেছেন সোমবার, ২৮ অক্টোবর রাতেই এই খবর প্রকাশ্যে আসে। সুব্রত সেনের কথাতে সিলমোহর দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও।
গোটা বিষয় নিয়ে আনন্দবাজারকে সুব্রত সেন জানিয়েছেন, ডিরেক্টরস গিল্ড মানহানির মামলা করেনি কারণ কোনও সংগঠন এমন পদক্ষেপ নিতে পারে না। তবে পরিচালকরা সংঘবদ্ধ ভাবে এই পদক্ষ🧸েপ নিয়েছেন। তবেౠ সোমবার মামলা দায়ের হয়নি বলেই জানিয়েছেন। মামলা আগেই করা হয়েছে, তবে এদিন মামলা সংক্রান্ত নথিপত্র তাঁরা হাতে পেয়েছেন বলে জানিয়েছেন।