অতিমারির প্রভাব কাটিয়ে এ বছর ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবার স্বমহিমায়। আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উ﷽ৎসব। এ বারের উৎসবে ৪২টি দেশের ১৮৩ টি ছবি প্রদর্শিত হবে।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ছবি ‘নীতিশাস্ত্র’। ছবির পরিচালনায় অরুণাভ খাসনবিশ। ছবিতে ‘ঘী’ নামে এক গল্পে চিক𒊎িৎসকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা; এক রোগীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।
১৬ ডিসেম্বর বিকেল পাঁচটায় নজরুল তীর্থে ও ১৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় রবীন্দ্রসদনে বিশেষ স্ক্রিনিং হবে ছবির। ‘নীতিশাস্ত্র’ ছবিতে অন্যান্য♎ চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন: দীপিকার সঙ্গে চরম রোম্যান্স শাহরুখের, মুক্তি পেল ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’