অতিমারির প্রভাব ক🎶াটিয়ে এ বছর ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবার স্বমহিমায়। ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ৪২টি দেশের ১৮৩ টি ছবি প্রদর্শিত হꦫবে এ বারের উৎসবে। এ বারের থিম ‘বিশ্ব মেলে ছবির মেলায়’।
এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভিক্টর বন্দ্যোপাধ্য়ജায়, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি 'আকরিক'। পরিচালকে আসনে তথাগত ভট্টাচার্য। যৌথ পরিবার এবং ভেঙে যাওয়া সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই ফিচার ফিল্ম। ১৭ ডিসেম্বর সন্ধ্যে সাড়ে ৬টায় রবীন্দ্রসদনে এবং ২১ ডিসেম্বর বিকেল ৫টায় নজরুল তীর্থ ২-এ ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ছবিটি।
আরও পড়ুন: IMDb-র সেরা ১০-এর তালিকায় দক্ষিণের জয়জয়কার, কোণঠাসা বলিউড, আছে ‘কাশ্মীর ফাইলস’
ছবিতে এক সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা। এই ছবিꦫ দিয়েই বহুদিন পর রুপোলি পর্দায় কামব্যাক করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আরও অভিনয় করেছেন অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকার, অভিষেক গঙ্গোপাধ্যায় ও শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্কন মল্লিক।
ঐতিহ্যগত যৌথ পরিবার কাঠামোর অধীনে বেড়ে উঠেছেন বছর ৭৫-এর এক বৃদ্ধ ব্যক্তি। ✨এ দিকে সিঙ্গেল মাদারের কাছে মানুষ বছর ১০-এর এক ছেলে। দু-জনে আলাদা পারিবারিক কাঠামো থেকে। কিন্তু তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। এই নিয়ে এগিয়েছে ছবির গল্প। ছবির প্রযোজনায় অশোক পরিক এবং দীপক পরিক।