বাংলা নিউজ > বায়োস্কোপ > 28th Kolkata Film Festival: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঋতুপর্ণা-ভিক্টরের ‘আকরিক’, কবে স্ক্রিনিং
অতিমারির প্রভাব কাটিয়ে এ বছর ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবার স্বমহিমায়। ১৫ ডিস💫েম্বর থেকে শুরু হচ্ছে এই উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ৪২টি দেশের ১৮৩ টি ছবি প্রদর্শিত হবে এ বারের উৎসবে। এ বারের থিম ‘বিশ্ব মেলে ছবির মেলায়’।
এ বারের কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি 'আকরিক'। পরিচালকে আসনে তথাগত ভট্টাচার্য। যৌথ পরিবার এবং ভেঙে যাওয়া সম্পর্ক💮ের গল্প নিয়ে তৈরি এই ফিচার ফিল্ম। ১৭ ডিসেম্বর সন্ধ্যে সাড়ে ৬টায় রবীন্দ্রসদনে এবং ২১ ডিসেম্বর বিকেল ৫টায় নজরুল তীর্থ ২-এ ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ছবিটি।
আরও পড়ুন: IMDb-র সেরা ১০-এর তালিকায় দক্ষিণের জয়জয়কার, কোণঠাসা বলিউড, আছে ‘কাশ্মীর ফাইলস’