বিশ্বে এই প্রথমবা𒐪র বিউটি পেজেন্টের ইতিহাসে কোনও ৬০ বছর বয়সী মহিলা মিস ইউনিভার্সের খেতাব জিতলেন। সমস্ত বাধাধরা ছক, ভাবনা ভেঙে এই শিরোপা উঠল তাঁর মাথায়। আর এই ঘটনাই যেন বুঝিয়ে দিল বিউটি পেজেন্টে অংশ নিতে চাইলে বয়স কোনও বাধা হতেই পারে না। গত বছরই যদিও ঘোষণা করে দেওয়া হয়েছিল যে এই বিউট♕ি পেজেন্টে অংশ নেওয়ার বয়স আর ২৮ বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। বরং ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যে কেউ এতে অংশ নিতে পারবেন। আর তারপরই আলেজান্দ্রা এই জয় পেলেন।
কে এই আলেজান্দ্রা মারিসা রড্রিগেজ?
বুধবার ঘোষণা করা হয় যে বুয়েনেস আইরেসের মিস ইউনিভার্স হিসেবে ঘোষণা করা হয় আলেজান্দ্রা মারিসা রড্রিগেজকে। তিনি আর্জেন্টিনার বুয়েনেস আইরেস এলাকার লা প্লাটার বাসিন্দা। তিনি একদিকে যেমন মডেল তেমনই তিনি পেশায় একজন আই💙নজীবী এবং সাংবাদিক।
তিনিই প্রথম মহিলা যিনি এই বয়সে এসে এই খেতাব পেলেন। আর এই সম্মান পাওয়ার পরই আলেজান্দ্রা মারিসা রড্রিগেজ জানিয়েছেন, 'আমি দারুণ উচ্ছ্বসিত এই বয়সে এসে এই খেতাব জয় করার পর। এই স্টেজে যে ক✨েবল বাহ্যিক সৌন্দর্য থাকে সেটাই নয় মূল্যবোধ আরও অনেক বেশি থাকে।'
আরও পড়ুন: 'মা - বাবা বাড়িতে না থাকলেই...' ছোটবে♉লায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সুদীপ!
আলেজান্দ্রা মারিসা রড্রিগেজ এবার এই খেতাব জয়ের পর ২০২৪ সালের মিস ইউনিভার্সে অংশ নিতে চান 😼বলেই জানিয়েছেন। কেবল আলেজান্দ্রা মারিসা রড্রিগেজ নন, ৪৭ বছর বয়সী হাইদি ক্রুজ ২০২৪ সালের ডোমিনিয়ান রিপাবলিকে মিস ইউনিভার্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন।