১৮ অগস্ট,🦩 সোমবার ছিল রাখি বন্ধন। ভাই-বোনের এই বিশেষ দিন সেলিব্রেট করলেন অভিনেতা আমির খান ও তাঁর বোন নিখাত। ভাই-বোন, একে অপরকে রাখি বাঁধার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নিখাত খান।
নিখাত খানের পোস্ট করা ছবিতে তাঁকে ক্যাজুয়াল লাল সালোয়ার কামিজে দেখা গিয়েছে। অন্যদিকে, আমির পরেছেন কুর্তা-পাজামা। ছবিতে তাঁদের একে অপরকে রাখি পরাতে ও মিষ্টি মুখ করতে দেখা গিয়েছে। সোমবার ꦿআমির খা♛নের বাড়িতেই এই রাখি বন্ধন অনুষ্ঠান পালিত হয়।
রাখি উদযাপনের আগে এই উৎসব নিয়ে নিখাত খান বলেন, ‘রাখি বন্ধন এমন একটা উৎসব যা আমরা প্রত্যেক বছর আনন্দের সঙ্গে উꦆদযাপন করি। এবারও উদযাপন করব, তবে আমার বোন ফারহাত (চার খান ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট) বিদেশে আছে। তাই আমরা ওকে এবার খুূব মিস করব। রাখির সমস্ত আচার-অনুষ্ঠান পালন করব আমরা। গত বছর, আমিও বাইরে ছিলাম, তখন ও আমার হয়ে রাখি বেঁধেছিল, এবার আমিও সেটাই ক🌳রব।সাধারণত আমিরের বাড়িতে গিয়েই আমার প্রদীপ জ্বালি, মিষ্টিমুখ করি, আর পুজোর টিকা পরাই। ওই দিন মিষ্টির উপর কোনও নিষেধাজ্ঞা থাকে না।’
রাখি উদযাপন নিয়ে নিখাত আরও বলেন, ‘এদেশে অনেক পরিবারেই হয়ত এই উৎসব পালিত হয়, তেমন খান পরিবারেও হয়। আমিরও আমাদের রাখি বাঁধে। বিষয়টা এমন নয় যে ওকেই সবসময় বোনেদের রক্ষা করতে হবে, আমাদেরকেও ওকে রক্ষা করতে হবে।ꦍ এটা এক▨টা দারুণ অনুভূতি। ছোটরাও যখন এই উৎসব দেখেন, তখন তারাও তাদের সামাজিক কাঠামোর বিষয়টা বুঝতে পারে। সৌভাগ্যক্রমে এই অনুষ্ঠানের সুযোগ নিয়ে আমরা ভাই-বোনের সঙ্গে দেখা করার সুযোগও পেয়ে যাই। আর ভাইবোনেরা আমরা সবাই একই বিল্ডিংয়ে থাকি। আমি আমির, ফয়জল। শুধু আমার বোন লন্ডনে গেছে। আর এখন আম্মি (মা জিনাত হুসেন)ও এখানে আছেন, ওঁর বয়স এখন ৯০। গত দুই বছর ওঁর শরীর বিশেষ ভালো নেই। তাই আম্মিকেও আমাদের কাছে এনে রেখেছি।'
নিখাত বলেন,꧋ ‘আমাদের পরিবার বহু বছর আগে লন্ডন থেকে এসেছিল।’෴
প্রসঙ্গত, আমিরের বোন নিখাত🅠কে গতবছর শাহরুখ খানের 'পাঠান' ছবিতে শাহ♏রুখের মায়ের চরিত্রে দেখা গিয়েছে।