২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ সিনেমাটি ছিল আমির খানের প্রথম প্রযোজিত সিনেমা। সেই সময়ের সব থেকে ব্যয়বহুল ভারতীয় ছবির মধ্যে এটি ছিল অন্যতম। সিনেমাটির শ্যুটিং প্রত্যন্ত গ্রামে হলেও এই সিনেমায় যারা অভিনয় করেছিলেন, তাদের প্রত্যেককে দেওয়া হয়েছিল লাক্সারি সুযোগ-সুবꦏিধা। খাবার থেকে জল, কোনও কিছুর অভাব রাখা হয়নি।
সম্প্রতি ফ্রাইডে টকেজের সঙ্গে সাক্ষাৎকারে অখিলেন্দ্র মিশ্র বলেন, ‘আমাদের জন্য সব রকম ব্য🐲বস্থা করা হয়েছিল সেটে। শুধু খাওয়ার জন্য নয়, মিনারেল ওয়াটার আমরা ব্যবহার করতাম চুল ধোয়ার জন্যেও। সেটে সব ধরনের খাবার মজুদ থাকত। ভারতীয় খাবারের পাশাপাশি বিদেশী খাবারও থাকত। যদিও বিদেশীরা ভার🌠তীয় খাবার খেতেই পছন্দ করতেন।’
আরও পড়ুন: 'দয়া করে সিট বেল্ট...', স্ত্রীর দুর্ঘটনার প♔্রসঙ𒊎্গ টেনে সতর্কবার্তা দিলেন সোনু
আরও পড়ুন: মধ্যপ্𓂃রাচ্যে নিষিদ্ধ ‘দ্যা ডিপ্লোম্যাট’, জন বললেন,'এটা পাকিস্তান বিরোধী সিনেমা…',
লাগানᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ সিনেমার অর্জুন বলেন, ‘প্রযোজনা ব্যবস্থা এতটাই ভাল ছিল যে আমাদের কোনও অসুবিধা হয়নি ওই কটা ♔দিন। প্রত্যেকটি আয়োজন দুর্দান্ত ছিল। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হত। যত ইচ্ছা খাবার খাও, যত ইচ্ছা পান করো। কেউ কোনওদিন বারণ করেনি।’
অভিনেতা বলেন, ‘আমির খান শুধুমাত্র একজন দুর্দান্ত অভিনেতা নন, একজন অসাধারণ মনের মানুষ। তিনি আমাদের সবার সঙ্গে বসে খেতেন। একসঙ্গে গল্প করতেন। মাঝে মাঝে মেঝেতেও বসে পড়তেন। সবার কথা শুনতেন। এমন ব্যবস্ꦚথা না থাকলেꦺ হয়তো সিনেমার শ্যুটিং এত সুন্দর ভাবে এগোতো না।’
আরও পড়ুন: প♚ুজো দিয়েই পেট পুজো! ভিন রাজ্যে ছোটবেলার কোন স্বাদ খুঁজে পেলেন স্বস্তিকা?
আরও পড়ুন: রীতেশের ꦜবিরুদ্ধে একাই মহাভারত রচনা অজয়ের, সামনে এল ‘রেইড ২’-র ট্রেলার
প্রসঙ্গত, ২০০🍸১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ সিনেমাটির পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ার꧋িকর। এই সিনেমায় আমির খানের বিপরীতে অভিনয় করেছিলেন গ্রেসি সিং। সিনেমায় প্রত্যন্ত গ্রাম দেখানো হয়েছিল যেখানকার বাসিন্দারা ক্রিকেট খেলার বিনিময়ে ইংরেজদের কাছ থেকে কর দেওয়ার হাত থেকে রেহাই পান। টানটান উত্তেজনা, অসাধারণ গল্প, পারফেক্ট কাস্টিং, সবকিছু মিলিয়ে ‘লাগান’ ছিল সেই সময়ের একটি ব্লকবাস্টার সিনেমা।