বেশ কয়েকদিন ধরেই আমির খানের পরের ছবির খবর নিয়ে ঘোটালা চলছে বলিউডে। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আমির নিয়ে ফেলেছেন লম্বা বিরতি। এখন শোনা যাচ্ছে, আমিরের পরের ছবির নাম হতে চলেছে ‘💞সিতারে জমিন পর’। আর তারপর থেকে আমিরের একসময়ের ব্লকবাস্টার সিনেমা ‘তারে জমিন পর’-এর সঙ্গে নামের মিল পেয়ে কটাক্ষ শুরু হয়েছে নেট-নাগরিকদের।
দুই সিনেমার নামের মধ্যে সাদৃশ্য সোশ্যাল মিডিয়ায় জন্ম দ♌িয়েছে ট্রোলিংয়ের। সঙ্গে বাড়ছে জল্পনা-কল্পনা। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, সিনেমার প্লটটি একজন ক্রীড়া প্রশিক্ষককে নিয়ে, যিনি বিশেষভাবে প্রতিবন্ধী শিশুদের দলের সঙ্গে কাজ করেন। যদিও এই সিনেমা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে তার আগেই শুরু হয়ে গেল ট্রোলিং।
নেটপাড়ায় একজন মন্তব্য করলেন, ‘এটি কি তারে জমিন পারের সিক্যুয়াল নাকি রিমেক?’ দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমির আজকাল এত রিমেক বানাচ্ছেন কেন?’ আরও পড়ুন: জলদিই বিয়ের পিঁড়িতে ‘নিম ফুলের মধু’র তিন্নি🦹! হবু বরকে নিয়ে কথা বললেন নবনীতা
আবার শোনা যাচ্ছ ‘সিতারে জমিন পর’ ছবিটি ২০১৮ সালের স্প্যানিশ চলচ্চিত্র ‘চাম্পিয়নস’-এর রিমেক। ২০২২ সালে এটি নিয়ে রিমেক বানানো হয়েছে হলিউডে। উডি হ্যারেলসনের এই সিনেমা একজন বাস্কেটবল কোচকে নিয়ে। একাধিক ভুলের পর যাকে আদালত নির্দেশ দেয় কিছু মানসিক প্রতিবন্ধীদের নিয়ে টিম চালানোর। কিছুদিন পরে যে বুঝতে পারে তাঁর মনের হাজার সন্দেহের উর্দ্ধে উঠে তাঁর টিম আরও অনেক দূর যেতে পারে, যা ভাবনার অতীতে। আরও পড়ুন: কচ্ছপের গতিতে বক্স অফিসে পথচলা শুরু মিশন রানিগঞ্জ♓-এর! অক্ষয় কুমারের ছবির প্রথম দিনের আয় কত?
কচ্ছপের গতিতে বক্স অফিসে পথচলা শুরু ম꧋িশন রানিগঞ্জ-ಞএর! প্রথম দিনের আয় কত?
এদিকে, আরএস প্রসানা দ্বারা পরিচালিত আমির খানের সিনেমার শ্যুট শুরুর ক๊থা রয়েছে ২০২৪ সালের জানুয়ারি মাসে। সেই বছরের শেষের দিকে অর্থাৎ বড়দিনে মুক্তির লক্ষ্য নিয়ে। সিনেমাটি হাস্যরস, আবেগ এবং ড্রামা-র মিশ্রণ হতে চলেছে।
এদিকে, আমির খানের প্রযোজনায় জলদিই কাজ করার কথা রয়েছে গদর ২ দিয়ে সাফল্যের সপ্তম স্বর্গে থাকা আমির খান। ফের একবার দেশভাগ প্রেক্ষাপটে তৈরি ছবির নায়ক হবেন ধর্মেন্দ্র-পুত্র। রাজ কুমার সন্তোষির ‘লাহোর ১৯৪৭’ প্রযোজনার দায়িত্বে থাকছেন আমির। এদিকে দঙ্গল-এর পর আর সাফল্যের মুখ দেখা হয়নি আমির খ🍰ানের। এখন দেখার ‘সিতারে জমিন পর’ সাফল্য এনে দিতে পারে কি না তাঁকে।ඣ