২০০৯ সালে মুক্তি পায় থ্রি ইডিয়টস। আর বলাই বাহুল্য দর্শকদের মধ্যে যেমন সাড়া ফেলেছিল এই ছবি তেমনই বক্স অফিসে বিপুল ব্যবসা করেছিল। কিন্তু এই ছবি করতেই চাননি আ🔯মির। ভ♏য় পেয়েছিলেন। কিন্তু কেন?
থ্রি ইডিয়টস করতে ভয় পেয়েছিলেন আমির খান!
৪৪ বছরে এসে ১৮ বছর বয়সী এক কলেজ ছাত্রের চরিত্রে অভিনয়! দর্শকরা কীভাবে নেবে এটা? এই প্রশ্নের কথা ভেবেই ভয়ে কাঁটা হয়েছিলেন আমির খান। সেই কারণেই প্রাথ🦂মিক ভাবে করতে চান না ছবিটিও। উল্টে পরিচালক রাজকুমার হিরানিকে বুদ্ধি দেন অল্প বয়সী তিন অভিনেতাকে নেওয়ার জন্য। কিন্তু রাজকুমার তাতে তো রাজি হনই না⛦, উল্টে মিস্টার পারফেকশনিস্টকেই বুঝিয়ে রাজি করান থ্রি ইডিয়টস ছবিটির জন্য। সম্প্রতি এমনটাই জানিয়েছেন আমির খান।
আরও পড়ুন: ২৯ - এ পা শনের, রোশনাইয়ের সেটেই চলল জন্মদিনের হইহুল্লোড়, ন🍌ায়ককে ভালোবেসে কেক খাওয়ালেন অনুষ্কা
এই প্রসঙ♕্গে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে এসে আমির খান বলেন, ' রাজু আমায় বলেছিল তুমি এমন অনেক ছবি করেছ যা কখনই হিট হতো না। কিন্তু তুমি যদি এভাবে গল্পটা বলো মানুষ বিশ্বাস করবে। আর সেই প্রথমবার আমি ওকে পুরোপুরি অন্ধবিশ্বাস করি আর এগোই ছবিটার জন্য।' আর তারপর কী ঘটেছিল সেটা সবারই জানা। ভাগ্যিস সেদিন রাজকুমার হিরানির উপর বসে ছবিটা করতে রাজি হন আমির, নইলে এই কালজয়ী ছবিটার ভবিষ্যৎ কী হতো কে জানে!
কিন্তু কোন লাই๊নে গল্প বলার কথা বলেছিলেন রাজকুমার হিরানি? এই বিষয়ে আমির খান বলেন, ও ছবির সেই বিখ্যাত লাইনটি বলেছিল যে সাফল্যের পিছনে ছুটো না, বরং যোগ্য হও। সাফল্য নিজে তোমার পিছনে ছুটে আসবে। আর এই বার্তাকে কেন্দ্র করেই এই ছবির মাধ্যমে রাজু যে মেসেজ দিতে চেয়েছিল সেটা আবর্তিত হয়েছিল।' আর এই বিষয়ে রাজকুমার আমিরকে তাঁর করা তারে জমিন পর, লাগান, ইত্যাদি ছবির কথা মনে করান। যা যখন ঘোষিত হ♋য় তখন হিট হবে বলে মনে হয়নি। কিন্তু তিনি করেছিলেন কারণ গল্পটা ভালো লেগেছিল।
আরও পড়ুন: 'লক্ষ্মী কাকিমা'র একি রূপ! কালো শর্ট ড্𝓡রেসে উদ্দাম নেচে রাত পার্টি জমালেন অপরাজিতা
থ্রি ইডিয়টস প্রসঙ্গে
থ্রি ইডিয়টস ছবিটি ২০০৯ সালে🥃 মুক্তি পেয়ে যেখানে উঠে আসে ৩ ইঞ্জিনিয়ারিং ছাত্রের কথা। রাজু, ফারহান এবং র্যাঞ্চ। রা🏅জকুমার হিরানি সেই ছবির পরিচালনা করেছিলেন।