রবিবার ওয়াংখেড়েতে নিয়মরক্ষার ম্যাচ🌠 খেলল টিম ইন্ডিয়া। এদিন মেন ইন ব্লু-র হাতে ল্যাজেগোবরে ব্রিটিশরা। ওয়াংখেড়ের♛ স্টেডিয়ামে বসে ইংরেজ বধের সাক্ষী থাকলেন ‘লাগান’-এর ভুবন অর্থাৎ অভিনেতা আমির খান। দুই ছেলে জুনায়েদ এবং আজাদকে নিয়ে মাঠে হাজির ছিলেন তারকা। ক্রিকেটের প্রতি বরাবরই অমোঘ টান আমিরের।
সোমবার বিসিসিআই কর্তৃক পোস্ট করা একটি ভিডিওতে বলিউড সুপারস্টার আমির খান ক্রিকেটের প্রতি তাঁর প্রেম, পছন্দের ক্রিকেটার 'মাস্টার ব্লাস্টার' সচিন তেন্ডুলকর-সহ তাঁর জীবনের সবচ🌠েয়ে স্মরণীয় ম্য়াচ ২০১১ বিশ্বকাপ ফাইনালের কথা স্মরণ করলেন।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আমির। অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং-এ ভর করে এদিন ইংরেজদের সামনে ২৪৭/৯ রানের বিশাল স্কোর খাড়া করেছিল টিম ইন্ডিয়া, যা টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের চতুর্থ সর্বোඣচ্চ স্কোর। অভিষেকের পর বল হাতেও কামাল করল টিম ইন্ডিয়া, ১০০-র গণ্ডিও পার করতে পারেনি ইংল্যান্ড। ১৫০ রানে বিরাট জয় পায় ভারত, ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে সিরিজ হারান সূর্যকুমার যাদবরা।
আমির খান বলেন, ‘যখনই ভারতীয় দল মাঠে নামে, অনুভূতিটা অন্যরকম হয়। আমি যদি কোনওভাবে ভারতীয় দলের অংশ হতাম, সেটা আমার কাꦰছে অনেক বড় ব্যাপার হত। আমি কোন পজিশনে থꦅাকতাম সেটা বিবেচ্য নয়।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘুরে বেড়ানোর পর স্মৃতির সরণি বেয়ে হেঁটে চলেন আমির। স্টেডিয়ামের অতীত স্মৃতি পুনরায় জীবন্ত করে তোলেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের বেশ কিছু স্মর𓆏ণীয় মুহূর্তের সাক্ষী হতে ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনির হাতে ট্রফি উঠবার মুহূর্ত আজও তাঁর চোখে সেরা। ১৯৮৩ সালের পর বিশ্বকাপ খরা কেটেছিল ভারতের। ২০১৩ সালে একই ভেন্যুতে সচিন যখন ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন তখনও স্ট্যান্ডে উপস্থিত ছিলেন আমির।
আমির বলেন,'আমি মনে করি, আমার সবচেয়ে স্মরণীয় ম্যাচ হবে ২০১১ বিশ্বকাপ ফাইনাল। দিনটা ছিল আমাদের জন্য বিশেষ একটি দিন। এটা কেউ ভুলবে না। আমার কাছে দ্বিতীয় সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল যখন সচিন অবসর নিয়েছিলꩵ। ওই ম্যাচের জন্যই আমি সেখানে গিয়েছিলাম। সচিন এমন একজন যার আমি বিশাল ভক্ত…. তিনি আমার এক নম্বর প্রিয় ক্রিকেটার এবং সবসময় তাই থাকবে।'
বিপক্ষ টিমের জন্য আমিরের আন্দাজ আপনা আপনা ছবি থে💜কে কোন সংলাপ আওড়াতে পারেন টিম ইন্ডিয়ার তারকারা? ভেবেচিন্তে আমির বলেন, ‘ক্রাইম মাস্💧টার গোগো-র একটা সংলাপ আছে, আঁখে নিকালকে গোটিয়া খেলুঙ্গা। সেটা বলা যেতে পারে’।
তিনি মেয়েদের অনূর্ধ্ব -১৯ টি-টোয়েন্টি দলকে সফলভাবে বিশ্বকাপ রক্ষার জন্যও শুভেচ্ছꦓা জানান। আমির বলেন, ‘আমি মেয়েদের অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানাতে চাই। কি আশ্চর্যজনক জিনিস, আমরা তোমাদের নিয়ে গর্বিত। সাবাশ…’।