কুলি ছবিটি মুক্তি পাওয়ার পর দেখতে দেখতে ৪০ বছর পেরিয়ে গেল। বলিউডের যে কটা ছবি কালজয়ী, আজও দর্শকদের মুখে মুখে ফেরে কুলি তাদের অন্যতম। এটা অমিতাভ বচ্চনের অন্যতম কাল্ট ছবিও বলা যায়। সেই ছবি ৪০ বছর পূর্ণ করতেই বিগ বির 🍒ভক্তরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন পোস্টে। তেমনই দুটো পোস্ট শেয়ার করে কী লিখলেন অভিষেক বচ্চন?
কুলি প্রসঙ্গে কী লিখলেন অভিষেক বচ্চন?
এদিন এক ব্যক্তি কুলি ছবির কিছু সিন পোস্ট করে লেখেন, 'কুলি♍ হিসেবে অমিতাভ বচ্চন। অনেক ধন্যবাদ অমিতাভ বচ্চনজি এই ছবিতে আপনার দুর্ধর্ষ অভিনয়ের জন্য। আপনি ঘুরে দাঁড়িয়েছেন, আপনি যেখানে ছেড়ে গিয়েছিলেন আপনি আবার সেখান থেকেই শুরু করেছিলেন। এই জন্যই আপনাকে এত ভালোবাসি।' প্রসঙ্গত কুলি ছবির শুটিং করতে গিয়েই গুরুতর আহত হন অভিনেতা। সেই আঘাতের পর প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন, একটু একটু করে ঘুরে দাঁড়ান, আর বাকিটা তো সবারই জানা।
আরও পড়ুন: বাংলার প্রতি গ্রাম থেকে চলছে নারী পাচার! দাদাগিরির মঞ্চে সমাজসেবিকার 🍎কথায় চমকে উঠলেন সৌরভ
এই টুইট রিটুইট করেন জুনিয়র বচ্চন, অভিষেক। তিনি এটি শেয়ার করে লেখেন, ‘আমার জেনারেশনের অনেকেই স্লো মোশনে এভাবে প্ল্যাটফর্মে দৌড়ে🧸ছে। এটাকে অনুকরণ করার চেষ্টা করেছে। কী দুর্দান্ত সব স্মৃতি। ভাবতেই পারছি না ৪০ বছর পেরিয়ে গেল🧜।’
এদিন আরও একটি টুইট রিটুইট করেন অভিষেক। সেখানে আজকের🅰 দিনে দাঁড়িয়ে তখন কুলি কত টাকার ব্যবসা করেছিল সেটার হিসেব দেন অভিনেতা। যে ব্যক্তি এই পোস্টটি আদতে করেছিলেন তিনি সেখানে ক্যাপশনে লেখেন ১৯৮৩ সালে এই ছবির ৭ কোটি টিকিট বিক্রি হয়েছিল। এখন꧂কার দিনে হিসেব করলে ১০০-২০০ টাকার টিকিটের দাম ধরলেও এটা তখন ১০০০ কোটির ব্যবসা করেছিল। এটি শেয়ার করে অভিষেক লেখেন, '১২০ টাকাকে গড় টিকিট মূল্য ধরা হয়। সেই হিসেবে তখন ছবিটি প্রায় ৮৪০ কোটি টাকার ব্যবসা করেছিল।'
অনেকেই তাঁর এই দুই পোস্টে মতামত জানিয়েছেন। কেউ শোলে ছবিটির তখনকার দিনে কত টিকিট বিক্রি হয়েছে জানতে চেয়েছেন তো কেউ আবার বলেছেন তাঁরা অমিতাভ ♏বচ্চনকে আরও বহুদিন পর্দায় দেখতে চান।