আমির খান, সোহা আলি খান, প্রমুখ অভিনীত ছবি রং দে বসন্তী আজও সমান জনপ্রিয় হয়ে আছে। বর্তমান যুগ এবং প্রাক স্বাধীনতা যুগ যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল এই ছবিতে। তবে জানেন কি এই কাল্ট হিন্দি ছব😼িতে কাজ করার অফার পেয়েছিলেন অভিষেক বচ্চন। কিন্তু তিনি সেটা ফিরিয়ে দিয়েছিলেন তখন। এখন সমস্ত দায় পরিচালকের ঘাড়ে চাপিয়ে বললেন তিনি অর্থাৎ রাকেশ ওমপ্রকাশ মেহরা নাকি গল্পটা একেবারেই তাঁকে বোঝাতে পারেননি, তিনি বিষয়টা ধরতেই পারেননি, তাই না করেছিলেন। সম্প্🌠রতি তিনি গালাট্টা প্লাসের হিন্দি অ্যাক্টর রাউন্ডটেবিলে যোগ দিয়েছিলেন। সেখানেই এসব বলেন।
অভিষেক কী জানালেন এই বিষয়ে?
অভিষেক স্মৃতি হাতড়ে জানান তাঁরা তাঁদের প্রথম ছবির আগে ৯০ দশকের একেবারে শেষ ভাগে একটি পিরিয়ডিক ছবি সমঝোতা এক্সপ্রেসের স্ক্রিপ্🉐ট তৈরি করেছিলেন। তারপর তাঁরা সেটিকে অমিতাভ বচ্চনকে শোনান এই আশায় যাতে তিনি তাঁর এবিসিএল এর ব্যানারে এটি মুক্তি দেন। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, 'আমি তখনই বুঝি যে ও পৃথিবীর সব থেকে জঘন্য গল্পকথক। ও খালি স্ক্রিপ্ট পরে, গল্পটা বোঝায় না। ও আপনাকে কনফিউজ করে দেবে ঠিক যেমনটা আমি রং দে বসন্তীর ক্ষেত্রে হয়েছিলাম। আমি বুঝিইনি যে কেন বারবার এক একটি টাইম জোনে ও গল্পটাকে বিয়ে যাচ্ছিল আর আসছিল। আমি তাই তখন ওকে বলেছিলাম আমি বুঝতে পারছি না কিছু, আমি করব না। তারপর ও রং দে বসন্তী করল। এরপর যখন আবার দিল্লি ৬ নিয়ে এল তখন আমি আর স্ক্রিপ্ট শুনিনি। সোজা বলেছিলাম করব।'
আরও পড়ুন: দাদাগিরিতে দাদার 'ক্লাস' নিল খুদে! ধমক খেয়ে স💖ৌরভ ব🐓ললেন, 'পড়াশোনা করিনি বলেই তো...'
আরও পড়ুন: ঠাকুমার বাꦺয়োপিকে নাতনি! সারা ছাড়া নিজের চরিত্রের জন্য অপশন হিসেবে আর কার নাম বললেন শর্মিলা?
রং দে বসন্তী প্রসঙ্গে
২০০৬ সালে মুক্তি পেয়েছিল রং দে বসন্তী। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত এই ছবিটিতে কাজ করেছিলেন আমির খান, কুণাল কাপুর, সিদ্ধার্থ, শরমন যোশী, অতুল কুলকার্নি, সোহা আলি খান, কিরণ খের, ওয়াহিদা রেহমান, অনুপম খের, ওম পুরী, প্রমুখ। তবে এই ছবির কোন চরিত্রের জন্য অভিষেক বচ্চনকে ভাবা হয়েছিল সেটা মোটেই তিনি ব্যাখ্যা করেননি। তবে এই ছবি হাতছাড়া হলেও তি𒉰নি রাকেশের এই পরের ছবি দিল্লি ৬ এ কাজ করেছিলেন। সেখানে তিনি ছাড়াও ছিলেন সোনম কাপুর, দিব্যা দত্ত, অদিতি রায় হায়দারি, ঋষি কাপুর, প্রমুখ। অমিতাভ বচ্চনকে দেখা যায় বিশেষ চরিত্রে।