গত এক বছরেরও বেশি সময় ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদের চর্চা মাথাচাড়া দিয়েছে। সম্প্রতি আরেক নায়িকার সঙ্গে অভিষেকের নাম জড়িয়ে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় কম লেখালেখি হয়নি। এর মাঝেই ঘটে চলেছে একের পর এক ঘটনা। নভেম্বরের শুরুতে ঐশ্বর্যর জন্মদিনে আসেনি অভিষেকের শুভেচ্ছা, এমনকী মেয়ের জন্মদিনেও অভিষেকের সোশ্যা মিডিয়ার দেওয়াল ছিল ফাঁকা। আরও পড়ুন-লেনিনের ভাঙা মূর্তি, রয়েছে কাস্তে হাতুড়ি তারা! ব্রাত্যর ‘উ👍ইঙ্কল টুইঙ্কল♔’কে বড়পর্দায় আনছেন সৃজিত
যা অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কের নিরন্তর কাটাছেঁড়ার আগুনে ঘি ঢালে। এর মাঝেই নিজর ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর প্রচারে বউকে নিয়ে বড় মন্তব্য করলেন অভিষেক। অভিষেক বচ্চন তার স্ত্রী এবং সহকর্মী অভিনেত্রী ঐশ্বর্যকে একজন দায়িত্বশীল এবং ত্য🌜াগী মা হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, তাঁকে চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন ঐশ্বর্য, এর জন্য তিনি কৃতজ্ঞ স্ত্রীর প্রতি🐭।
অভিষেক বলেন, ‘আমার পরিবার ও আমি খুব ভাগ্যবান যে আমি বাইরে গিয়ে সিনেমা করতে পেরেছি। কারণ আমি জানি যে ঐশ্বর্য আরাধ্যার সাথ🌄ে বাড়িতে আছেন এবং এর জন্য আমি অ্যাশকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমার মনে হয় না শিশুরা এভাবে চিন্তা করে। তারা আপনাকে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখে না। অভিষেক বলেন, বাচ্চাদের কাছে বাবা-মা'ই সবার আগে।
অভিনেতা আরও বলেন, ছোটব🐠েলায় বাবা-মাকেও কখনই তিনি নিজের জীবনে অনুপস্থিত বলে মনে করতেন না। ১৯৭০-এর দশকে তাঁর বাবা অমিতাভ বচ্চন যখন অভিনয় জীবনের শীর্ষে ছিলেন, তখন তাঁর মা জয়া বচ্চন ১৯৭৬ সালে অভিষেকের জন্মের প🎐রে অভিনয় থেকে সরে এসেছিলেন। অভিনেতা বলেন, ‘আমি ছোটবেলায় এটা কখনো ভাবিনি। আমার জন্মের সময় আমার মা চলচ্চিত্রে অভিনয় বন্ধ করে দিয়েছিলেন কারণ তিনি বাচ্চাদের সাথে সময় কাটাতে চেয়েছিলেন। কিন্তু বাবার না থাকার শূন্যতা আমরা কখনো অনুভব করিনি।…. দিনের শেষে কাজ শেষে রাতে বাড়ি ফেরেন।’
২০০৭ সালে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিয়ে হয় অভিষেকের। ২০১১ সালে তাঁদের মেয়ে আরাধ্যার জন্ম হয়। মেয়ের জন্মে♏র পর ঐশ্বর্যও তা🅘ঁর ফিল্মি কেরিয়ারকে তাকে তুলে দেন। আরাধ্যা সম্প্রতি কৈশোরে পা দিল। মেয়ের ১৩তম জন্মদিনে পাশে দেখা যায়নি অভিষেককে।
আরাধ্যার জন্মের পর চার বছর সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন ঐশ্বর্য। ২০১৫ সালে সঞ্জয় গুপ্তার 'জাজবা' ছবির মাধ্যমে কাজে ফেরেন তিনি। গত ১০ বছরে সর্বজিৎ (২০১৬), অ্যায় দিল হ্যায় মুশকিল (২০১৬), ফ্যানি খান (২০১৮) এবং প⭕োন্নিয়িন সেলভান ফ্র্যাঞ্চাইজি (২০২২-২৩)-র মতো হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য।